ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পের পর হাওয়াইয়ে নতুন করে অগ্ন্যুৎপাত

প্রকাশিত: ০৬:৪০, ৬ মে ২০১৮

শক্তিশালী ভূমিকম্পের পর হাওয়াইয়ে নতুন করে অগ্ন্যুৎপাত

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৯। ভূমিকম্পটির প্রভাবে সেখানে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। এদিকে, হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদ্গিরণ শুরু হওয়ায় সেখানে জরুরী অবস্থা জারি করে স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে। লাভার কারণে অন্তত তিনটি সড়কে ফাটল ধরেছে বলে জানিয়েছে দ্বীপপুঞ্জের সিভিল ডিফেন্স এজেন্সি। খবর এএফপির। স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কিলাউয়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্তে। দ্বীপটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানায় সেখানে বৃহস্পতিবার প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। ইউএসজিএস টুইটারে ওই বিবৃতিতে আরও জানায়, ‘১৯৭৫ সালে যে স্থানে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, প্রায় সেই একই স্থানে ভূমিকম্পটি আঘাত হেনেছে।’ এই ভূমিকম্পে দুই জনের মৃত্যু ও ২৮ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে ৫.৭ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আরও ভূমিকম্পের আশঙ্কা করছে। ভূমিকম্পটির প্রভাবে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ ঘটেছে। দ্বীপটিতে যে পাঁচটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, এটি তার অন্যতম। লিলানি এসস্টাটেস ও লানিপুনা গার্ডেনস এলাকায় রাস্তার ফাটল দিয়ে গলিত উত্তপ্ত লাভা উদগিরণ হতে পারে। বৃহস্পতিবার এলাকা দুটির বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওই অঞ্চলে প্রায় ১ হাজার ৭শ’ লোকের বাস এবং ৭৭০টি স্থাপনা ও অবকাঠামো রয়েছে। হাওয়াই দ্বীপে জরুরী অবস্থা ॥ হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদগিরণ শুরু হওয়ায় জরুরী অবস্থা জারি করে স্থানীয়দের সরিয়ে নেয়া হচ্ছে। লাভার কারণে অন্তত তিনটি সড়কে ফাটল ধরেছে বলে জানিয়েছে দ্বীপপুঞ্জের সিভিল ডিফেন্স এজেন্সি, বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়ে গেছে। মাউন্ট কিলাউয়া যেখানে অবস্থিত, হাওয়াইয়ের সে ‘বিগ আইল্যান্ডে’ প্রায় এক হাজার ৭০০ মানুষের বাস। তাদের সবাইকে বাধ্যতামূলক সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উদগিরণের মাত্রা ধীরে ধীরে তীব্রতর হচ্ছে। মাটি থেকে ১০০ ফুট উপরেও জ্বালামুখ থেকে ছুড়ে দেয়া লাভার ঝর্ণা দেখা যাচ্ছে। উদগিরণের কারণে বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ এমন বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে বলে সতর্ক করেছে সিভিল ডিফেন্স এজেন্সি। কেউ সেখানে অবস্থান করলে এবং বাতাসের কারণে আক্রান্ত হলে জরুরী বিভাগের কর্মীরা তাকে সহায়তা দিতে পারবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। কিলাউয়াতে উদগিরণ শুরু হওয়ার এক দিনের মাথায় আগ্নেয়গিরিটির দক্ষিণ-পূর্ব অংশে ৬ দশমিক ৯ মাত্রার একটিসহ বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করেছে ইউএসজিএস। নতুন করে পাহাড়টির পূর্ব দিককার নিচের অংশ থেকে ‘তুমুল লাভা উদগিরণ’ ঘটছে বলেও জানিয়েছে তারা। উদগিরণের মাত্রা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে মার্কিন এ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
×