ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪২, ৫ মে ২০১৮

মালয়েশিয়ার ভোটার  তালিকায় অনিয়মের  অভিযোগ

মালয়েশীয় নির্বাচনী পর্যবেক্ষক গ্রুপগুলো শুক্রবার বলেছে, দেশের ভোটার তালিকায় বড় ধরনের অমিল রয়েছে এবং তালিকায় প্রায় ২০ লাখ লোকের নাম রয়েছে ঠিকানা ছাড়া। গ্রুপগুলো বলেছে, এ গ্রুটির কারণে কেলেঙ্কারি বিদ্ধ সরকার আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনে সুবিধা পেয়ে যেতে পারে। খবর এএফপির। প্রধানমন্ত্রী নাজিব রাজাক বুধবারের ভোটে কঠোর পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। রাষ্ট্রীয় তহবিল ওয়ান এমডিবি ঘিরে তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ এবং প্রবীণ ও অভিজ্ঞ সাবেক নেতা মাহাথির মোহাম্মদের (৯২) কাছ থেকে তিনি এক চ্যালেঞ্জের সম্মুখীন। প্রায় ১ কোটি ৫০ লাখ মালয়েশীয়র নাম রয়েছে ভোটার তালিকায়। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, দেশের ইতিহাসে এ ভোট সবচেয়ে কলঙ্কযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাজিবের প্রত্যাশা, তার বারিসান ন্যাশনাল (বিএন) জোটের ক্ষমতায় থাকার ছয় দশকের সময়কালে আরও সম্প্রসারিত করবে। নির্বাচন সংস্কার গ্রুপ বেরসিহয়ের নির্বাহী পরিচালক ইয়াপ সোয়ি সেং বলেছেন, ভোটার তালিাকয় বড় ধরনের ১০ অনিয়ম রয়েছে। গ্রুপের দাবি, এ ত্রুটির কারণে নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে ব্যর্থ হবে। তিনি এএফপিকে বলেন, এ নির্বাচনে তীব্র প্রতিযোগিতা হবে এবং বিভিন্ন অনিয়মের কারণে কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিএন জয়ী হয়ে বেরিয়ে আসবে।
×