ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হার দিয়ে বাংলাদেশের সিরিজ শুরু

প্রকাশিত: ০৫:৩৮, ৫ মে ২০১৮

হার দিয়ে বাংলাদেশের  সিরিজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ প্রস্তুতি ম্যাচে কি দুর্দান্ত খেলাই না খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অথচ দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে মূল সিরিজ শুরু হতেই সব নৈপুণ্য উধাও! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০৬ রানের বিশাল ব্যবধানে হার দিয়েই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে অনুষ্ঠিত এ খেলায় দক্ষিণ আফ্রিকা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৭০ রান করে। ট্রিয়ন ৬৫, ওপেনার লি ৫৪ ও অধিনায়ক নিয়েকার্ক ৪৪ রান করেন। নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও জাহানারা আলম ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৪৯.৩ ওভারে ১৬৪ রান করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সিরিজ শুরুর আগে প্রস্ততি ম্যাচে নর্থ ওয়েস্ট নারী দলকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ দল। ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ (১৩৬*) ও ফারজানা হক (১০২*) সেঞ্চুরি করার সঙ্গে তৃতীয় উইকেটে ২৬৬ রানের জুটি গড়েন। বল হাতে ফাহিমা খাতুন মাত্র ৫ রান দিয়ে ৮ উইকেট নেন। শুক্রবার ফারজানা ছাড়া বাকিরা ফ্লপ। ফাহিমার সেই ঘূর্ণি জাদু নেই। রুমানা ৩ রানেই সাজঘরে ফেরেন। বাংলাদেশের ইনিংসে ভগ্নদশা দেখলে কষ্টই যেন হয়। ফারজানা (৬৯*) শুধু নিজেকে উইকেটে টিকিয়ে রাখতে পেরেছেন। ওপেনার সানজিদা ইসলাম (৩৫) ও পান্না ঘোষ (২৩) হাল ধরার চেষ্টা করেও পারেননি। রবিবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৯ মে তৃতীয়, ১১ মে চতুর্থ ও ১৪ মে পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর ১৭ মে প্রথম টি২০, ১৯ মে দ্বিতীয় ও ২০ মে তৃতীয় টি২০ হবে। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস ॥ ২৭০/৯; ৫০ ওভার (ট্রিয়ন ৬৫, লি ৫৪, নিয়েকার্ক ৪৪; নাহিদা ২/২২)। বাংলাদেশ ইনিংস ॥ ১৬৪/১০; ৪৯.৩ ওভার (ফারজানা ৬৯*, সানজিদা ৩৫, পান্না ২৩; নিয়েকার্ক ৩/২৩)। ফল ॥ দক্ষিণ আফ্রিকা ১০৬ রানে জয়ী।
×