ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল

টানা তিন জয়ে ফাইনালের পথে রাজশাহী

প্রকাশিত: ০৪:৪৩, ৪ মে ২০১৮

টানা তিন জয়ে ফাইনালের  পথে রাজশাহী

স্পোর্টস রিপোর্টার ॥ ঝাউবন। তার পেছনেই সমুদ্র। কি সুন্দর দৃশ্য। চোখ জুড়িয়ে যায়। অথচ এ স্টেডিয়ামেই কি না এখন পর্যন্ত মাশরাফি, সাকিবরা কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে পারছেন না। ঝাউবনকে ঘিরেই কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেই স্টেডিয়ামেই চলছে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। চলছে ওয়ালটন ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালে’র তৃতীয় আসর। চারদিনের টুর্নামেন্টের দুইদিন শেষ হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে ১০০ বলের ক্রিকেটের যাত্রাও শুরু হয়েছে। দ্বিতীয়দিন তিনটি ম্যাচ হয়েছে। টানা তিন জয়ে ফাইনালের পথে আছে রাজশাহী। বৃহস্পতিবারই টানা দুই ম্যাচে দুই জয় পেয়েছে রাজশাহী। দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকা মাস্টার্স হারের স্বাদ নিয়েছে। এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স জিতেছে। ঢাকাকে ৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ম্যাচটিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬ ওভারে ১১৪ রান করেছে রাজশাহী। অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ওয়াসেল উদ্দিন আহমেদ ২৮ রান করে করেছেন। সজল ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬ ওভারে ১১০ রান করে ঢাকা। সজল সর্বোচ্চ ২৩ রান করেন। মুশফিকুর রহমান ৩ উইকেট নেন। টানা দুই ম্যাচও খেলে রাজশাহী। ন্যাশন খুলনা মাস্টার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ও দিনের টানা দ্বিতীয় ম্যাচ খেলে রাজশাহী। ৮ উইকেটে জিতেছে রাজশাহী। ম্যাচটিতে আগে ব্যাট করে খুলনা। ৮ উইকেট হারিয়ে ১৬ ওভারে ১১২ রান করে খুলনা। ওপেনার জামালউদ্দিন অপরাজিত ৬১ রান করেন। এহসানুল, ওয়াসেল উদ্দিন ও নিয়াজ মুর্শেদ ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতে ১১৫ রান করে জিতেছে রাজশাহী। আনিসুর রহমান অপরাজিত ৫৬ ও মুশফিকুর রহমান অপরাজিত ৩৮ রান করেন। দিনের আরেকটি ম্যাচে শুভ সূচনা করেছে আম্বার চিটাগং মাস্টার্স। দলটি সিলেট সিক্সার্স মাস্টার্সের বিপক্ষে ৪৩ রানে জয় তুলে নিয়েছে। আগে ব্যাট করে চিটাগং ১৪৬ রান করে। আকরাম খান ৩৩ রান করেন। জবাব দিতে নেমে সিলেট সিক্সার্স মাস্টার্স ১০৩ রান করতে পারে। টুর্নামেন্ট থেকে খুলনা ও সিলেট বিদায় নিয়েছে। রাজশাহী টানা তিন জয় পেয়েছে। ঢাকা ও চিটাগং একটি করে ম্যাচে জিতেছে। ঢাকা অথবা চিটাগংয়ের ফাইনালে খেলার সম্ভাবনা আছে। দুই দলেরই তিনটি করে ম্যাচ জেতার সুযোগ রয়েছে। তবে ঢাকা ও চিটাগংয়ের খেলা রয়েছে। তাই তিনটি করে জয় মিললেও যে কোন একটি দলের রানরেট রাজশাহী থেকে কম থাকবেই। আর তাই রাজশাহী ফাইনালে উঠে গেছে বলাই যায়।
×