ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনীদের ইসরাইলের সঙ্গে আপোসের আহ্বান সৌদি যুবরাজের

প্রকাশিত: ০৪:৩১, ৪ মে ২০১৮

ফিলিস্তিনীদের ইসরাইলের সঙ্গে  আপোসের আহ্বান  সৌদি যুবরাজের

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করার জন্য ফিলিস্তিনীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন তারা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া শান্তি প্রস্তাবের শর্তগুলো হয় তারা মেনে নেবে অথবা চুপ থাকবে। -আলজাজিরা। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইহুদি গ্রুপের নেতাদের সঙ্গে আলাপকালে ফিলিস্তিনীদের প্রতি তিনি এসব কথা বলেন বলে সোমবার দ্য ফক্স নিউজ ও টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়। ফিলিস্তিনী নেতৃত্বের প্রতি মোহাম্মদ বিন সালমান বলেন, ‘সমস্যা সমাধানে আলোচনার জন্য টেবিলে বসুন। আর তা না করলে অভিযোগ জানানো বন্ধ করে চুপচাপ থাকুন।’ সৌদি যুবরাজ বলেন, ‘গত কয়েক দশকে শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনী নেতারা একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন। এখন সময় এসেছে তাদের প্রস্তাব গ্রহণ করার এবং আলোচনার টেবিলে আসা অথবা চুপ থেকে অভিযোগ দেয়া বন্ধ করা।’ সৌদি সরকারের উদ্বেগের শীর্ষ তালিকায় ফিলিস্তিন সমস্যা এখন নেই। এ অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব সৌদি আরবের উদ্বেগের কারণ। সালমান আরও বলেন, সৌদি আরবের ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য শান্তি প্রক্রিয়া এখনও দরকার। সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে এখনও স্বীকৃতি দেয়নি। দুই দেশের মধ্য কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটেছে। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব এবং ইসরাইলের অভিন্ন স্বার্থ রয়েছে। দুটি দেশই ইরানকে তাদের উভয়ের হুমকি বলে মনে করে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন সংবাদ সাময়িকী দ্য আটলান্টিককে সৌদি যুবরাজ এক সাক্ষাতকার দেন। দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ সৌদি প্রিন্সের কাছে জানতে চেয়েছিলেন, নিজেদের পিতৃপুরুষের ভূমিতে একটি জাতিরাষ্ট্র হিসেবে ইহুদিদের বসবাসের সুযোগ আছে বলে তিনি মনে করেন কী না। জবাবে যুবরাজ বলেন, ‘আমি মনে করি, যে কোন মানুষের একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে বসবাসের অধিকার রয়েছে। আমি বিশ্বাস করি, নিজেদের ভূমির ওপর ফিলিস্তিনী ও ইসরাইলীদের অধিকার আছে। ইসরাইল ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় আরব ভূখ- দখল করে নেয়।
×