ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে আবাহনীর প্রতিপক্ষ কাল রেডিয়েন্ট

প্রকাশিত: ০৪:৪৫, ১ মে ২০১৮

মালদ্বীপে আবাহনীর প্রতিপক্ষ কাল রেডিয়েন্ট

রুমেল খান ॥ সাফ অঞ্চলে অবস্থিত দুই দেশের দুই ক্লাব। দুটি দলই বয়সের দিক থেকে কাছাকাছি। সব ধরনের ট্রফি জেতার পরিসংখ্যানেও দুটি ক্লাব কাছাকাছি। কিন্তু এএফসি কাপের প্রসঙ্গে এলেই বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেডের চেয়ে বেশ এগিয়ে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাব। যেখানে ৪৬ বছর বয়সী এবং ৩৭ ট্রফি জেতা ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী এএফসি কাপে মাত্র দু’বার অংশ নিয়ে কোনবারই দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি, সেখানে ৪৪ বছর বয়সী এবং ৪৪ ট্রফি জেতা ‘দ্য ব্লুজ’ খ্যাত নিউ রেডিয়েন্ট এএফসি কাপে ৯ বার অংশ নিয়ে ২০০৫ সালে প্রথম আসরেই সেমিফাইনাল খেলেছিল (২০০৪ সালে এশিয়ান কাপের নাম বদলে হয় এএফসি কাপ)। এবারের এএফসি কাপের ‘ই’ গ্রুপে পড়েছে দুটি দলই। গত ৭ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘হোম’ ম্যাচে আবাহনী ০-১ গোলে হেরে গিয়েছিল রেডিয়েন্টের কাছে। এবার আবাহনীকে নিজেদের মাটিতে আতিথ্য দেবার পালা রেডিয়েন্টের। আগামীকাল বুধবার মালের রাসমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচ খেলতে সোমবারই মালদ্বীপের উদ্দেশে বিমানযোগে ঢাকা ছাড়ে আবাহনী। গত ২৫ এপ্রিল ঢাকায় ভারতের ক্লাব আইজলের সঙ্গে ড্র করায় এএফসি কাপে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষই আবাহনীর। বাকি দুই ম্যাচ থেকে এখন একটি জয় বা ড্রয়ের তৃপ্তি নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা শেষ করতে চায় এএফসি কাপের মিশন। এই আসরে ভাল কিছু করার লক্ষ্য ছিল আবাহনীর। প্রথম দুই ম্যাচ হারলেও ভাল খেলেছিল তারা। তৃতীয় ম্যাচে এসে কুড়িয়ে নেয় দুর্দান্ত জয়। গুয়াহাটিতে স্বাগতিক আইজলকে হারায় ৩-০ গোলে। কিন্তু নিজেদের মাঠেই ফিরতি ম্যাচে বজে খেলে আইজলের সঙ্গে ১-১ গোলে হতাশার ড্র করে। চার ম্যাচে এখন আবাহনীর পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে অবস্থান চার দলের মধ্যে তৃতীয়। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেডিয়েন্ট। আবাহনীর কোচ সাইফুল বারী টিটু যাবার আগে বলে যান, তাদের এএফসি কাপের গ্রুপ পর্ব পেরুনোর সম্ভাবনা খুবই কম। তবে আমরা শেষ দুটি ম্যাচে ভাল খেলতে চান। গত সপ্তাহে আগে গোল করেও আইজলকে হারাতে পারেনি আবাহনী। কোচ টিটুর মতে, সেদিন আসলে খেলোয়াড়দের নেতিবাচক মানসিকতার জন্যই এমন হয়েছিল। মালদ্বীপে যেন এমন না হয় সেজন্য আগেই সতর্ক করা হয়েছে খেলোয়াড়দের। দেখা যাক কী হয়। চোটের কারণে মিডফিল্ডার সোহেল রানা খেলতে পারবেন না নিউ রেডিয়েন্টের বিপক্ষে। গোলরক্ষক শহীদুল আলম সোহেল এবং ডিফেন্ডার নাসির উদ্দিনেরও একই সমস্যা। মালদ্বীপে তাদের খেলা নিয়ে সংশয় আছে। একটা সময় ছিল মালদ্বীপ এবং সে দেশের ক্লাবগুলোকে উড়িয়ে দিত বাংলাদেশ। এখন চিত্রটা উল্টো। সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চান টিটু,‘আমি যখন খেলোয়াড় ছিলাম তখন রেডিয়েন্টের বিপক্ষে ঢাকায় এবং তাদের মাঠে গোল পেয়েছিলাম (১৯৯৩ সালে)। আমাদের এখনকার খেলোয়াড়রা যখন খালি স্টেডিয়ামে ম্যাচ খেলে আমার খুব খারাপ লাগে। আসলে সবাই চায় জয় দেখতে। সাফল্য না আসলে কেউ আগ্রহী হয় না।’ রেডিয়েন্ট ক্লাবের কোচ অস্কারের দলে আছেন মালদ্বীপের জাতীয় দলের ৯ ফুটবলার। ৪ বিদেশীর তিনজনই স্প্যানিশ, একজন আফগান। আলী আশফাকের মতো একজন ফুটবলার আছে তাদের দলে। যাকে কিনা ‘দক্ষিণ এশিয়ার মেসি’ বলে ডাকা হয়। এই বিদেশীরাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়ার জন্য যথেষ্ট। এএফসি কাপের গ্রুপ পর্বে ঢাকা আবাহনীর শেষ ম্যাচ ১৬ মে। ভারতের ব্যঙ্গালুরু এফসির বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও ফ্লাডলাইট সমস্যার কারণে এখনও তা অনিশ্চিত। ম্যাচের নির্ধারিত দিনের আগে ফ্লাডলাইট সমস্যার সমাধান না করতে পারলে ম্যাচটি ঢাকা থেকে সরিয়ে নেবার হুমকি দিয়ে রেখেছে এএফসি।
×