ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ তৃতীয় দক্ষিণ কোরিয়াকে হারিয়ে

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ এপ্রিল ২০১৮

 বাংলাদেশ তৃতীয় দক্ষিণ কোরিয়াকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমস হকির বাছাইপর্বে তৃতীয় হয়েছে বাংলাদেশের যুবারা। রবিবার তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৫-৪ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে সোহানুর রহমান সবুজ দুটি, আবেদ উদ্দিন, সারোয়ার শাওন ও মোহাম্মদ মেহেদী একটি করে গোল করেন। ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে প্রথম ১০ মিনিটে আবেদ, সারোয়ার ও মেহেদীর গোলে স্কোরলাইন ৩-০ করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ১০ মিনিটে সবুজ ব্যবধান বাড়ানোর পর কোরিয়া ম্যাচে ফেরা গোল পায়। তৃতীয় ১০ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে কোরিয়া। তবে ২৭ মিনিটে সবুজের দ্বিতীয় গোলের পর কোরিয়া আরও এক গোল পেলেও হার এড়াতে পারেনি। এর আগে দারুণ খেলে সেমিফাইনালে ওঠে বাংলার ছেলেরা। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে বড় হারে যুব অলিম্পিকে খেলার স্বপ্নভঙ্গ হয়। তবে দারুণ জয়ে শেষটা ভাল হয়েছে বাংলাদেশের।
×