ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদের জয়ের দিনে অনুজ্জ্বল সাকিব

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ এপ্রিল ২০১৮

হায়দরাবাদের জয়ের দিনে অনুজ্জ্বল সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিময়ার লীগে (আইপিএল) বোলিংই হয়ে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদের শক্তির জায়গা। অল্প পুঁজি নিয়েও একাধিক ম্যাচ জিতেছে কেন উইলিয়ামসনের দল। রবিবারও বোলারদের কল্যাণে রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়েছে তারা। জয়পুরে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহের পর প্রতিপক্ষকে ১৪০/৬এ থামিয়ে দিয়েছে হায়দরাবাদ। ৫৩ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেও হার নিয়ে মাঠ ছাড়েন রাজস্থান অধিনায়ক অজিঙ্কা রাহানে। ৩০ বলে ৪০ রান করে আউট হন সঞ্জু স্যামসন। হায়দরাবাদের হয়ে সিদ্ধার্থ কাউল ২ ও আফগান লেগস্পিনার রশীদ খান নেন ১টি করে উইকেট। দল জিতলেও ব্যর্থ বাংলাদেশী তারকা সাকিব আল হাসান ব্যাট হাতে ৬ রান করে আউট হন। বোলিংয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটের দেখা পাননি টাইগার অলরাউন্ডার। এর আগে হায়দরাবাদের হয়ে দলীয় ১৭ রানে শিখর ধাওয়ান (৬) বিদায় নিলেও এ্যালেক্স হেলস এবং উইলিয়ামসন মিলে দ্বিতীয় উইকেটে ভাল জুটি গড়েন। ৯২ রানের জুটি গড়েন এই দু’জন। আসরে নিজের প্রথম মাচ খেলতে নেমে ইংলিশ ব্যাটসম্যান হেলস ৪৫ রানের ইনিংস খেলেছেন। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৪টি চার। উইলিয়ামসন করেছেন দলীয় সর্বোচ্চ ৬৩ রান। ৪৩ বলে ২টি ছক্কা ও ৭ চারে এই রান করেন তিনি। মানীষ পা-ে ১৭ রানের ইনিংস খেলেছেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ৬ বলে ১টি চারের সাহায্যে ৬ রানের বেশি করতে পারেননি। ইউসুফ পাঠান করেছেন ২ রান। রাজস্থানের হয়ে ৩ উইকেট নিয়েছেন জফরা আর্চার। আসরে দুই দলের প্রথম দেখায় ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল হায়দরাবাদ। এবারের আসরে অন্যতম সেরা বোলিং ইউনিট দলটির। পাওয়ার প্লে, ডেথ ওভার এবং মিডলঅর্ডারে তারা সবচেয়ে ইকোনমিক। সাকিব আল হাসান সাত ম্যাচের প্রতিটিতেই খেলেছেন। উইকেট নিয়েছেন ৯টি। ৭ ইনিংসে ব্যাট হাতে করেছেন ১২৩ রান। ক্লাব টি২০ ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০০ রানের সঙ্গে ৩০০ উইকেটের মালিক হয়েছেন সাকিব।
×