ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুব অলিম্পিক হকি বাছাইপর্বে বাংলাদেশের শুভসূচনা

প্রকাশিত: ০৬:২৬, ২৬ এপ্রিল ২০১৮

যুব অলিম্পিক হকি বাছাইপর্বে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাংককে চলমান যুব অলিম্পিক হকির বাছাইপর্বে বড় জয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তারা বুধবার সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারিয়েছে। বাংলাদেশের মোহাম্মদ মহসিন ৩টি এবং আবেদ উদ্দিন, শফিউল ইসলাম শিশির, সারোয়ার শাওন ২টি করে ও অপর গোলটি করেন রাকিবুল হাসান। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে অপর প্রতিপক্ষ মালয়েশিয়া, চাইনিজ তাইপে, পাকিস্তান ও কম্বোডিয়া। বাংলাদেশের মতো জয় দিয়ে শুরু করেছে মালয়েশিয়াও। কম্বোডিয়াকে ২৩-০ গোলে হারিয়েছে তারা। গত বাছাইপর্বের চ্যাম্পিয়ন পাকিস্তান শুরুতেই হোঁচট খেয়েছে। চাইনিজ তাইপের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মহসিনের গোলে এগিয়ে যায় দল (১-০)। ২১ ও ৩০ মিনিটে অপর দুটি গোল করেন মহসিন। সদ্য শেষ হওয়া ঘরোয়া আসর ক্লাব কাপে আবাহনীর হয়ে এবার দারুণ খেলেন মহসিন। ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন বিকেএসপির ছাত্র ঢাকার ছেলে মহসিন। আবেদ উদ্দিন ম্যাচের ৫ ও ১৪ মিনিটে, সারোয়ার ৮ ও ১০ মিনিটে, শিশির ১৩ ও ১৬ মিনিটে এবং রাকিব ২৬ মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন। সিঙ্গাপুরের হয়ে ৬ ও ১৬ মিনিটে জুলকার নাইন এবং বিজায়ন ১২ ও ২০ মিনিটে দুই গোল করে ব্যবধান কিছুটা কমান। ফাইভ এ সাইড সংস্করণের বাছাইপর্বের গত আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেই সুবাদে মিলেছিল চূড়ান্তপর্বে খেলার টিকেট।
×