ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শ্রমিকরা আবেদন করলে আর্থিক সহায়তা পাবেন

প্রকাশিত: ০৫:২৭, ২৬ এপ্রিল ২০১৮

শ্রমিকরা আবেদন করলে আর্থিক সহায়তা পাবেন

বিশেষ প্রতিনিধি ॥ সহায়তা পাওয়ার যোগ্য শ্রমিকরা আবেদন করলেই আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘শ্রমিক কল্যাণ’ তহবিলে এখন রয়েছে প্রায় পৌনে ৩০০ কোটি টাকা। এ তহবিলের টাকা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণে খরচ করা হচ্ছে। তাই যেসব শ্রমিক এ তহবিলের আওতায় সহায়তা পাওয়ার যোগ্য তারা নির্ধারিত ফরমে আবেদন করলেই তাদের সহায়তা করা হবে। বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দফতরে গ্রামীণফোন কর্তৃক তহবিলে ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা প্রদানকালে তিনি এসব কথা বলেন। গ্রামীণফোনের কিউ এম সাহেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গ্রামীণফোনের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকার চেক প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
×