ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো-সুয়ারেজদের ছুঁলেন সালাহ

প্রকাশিত: ০৭:২৪, ২২ এপ্রিল ২০১৮

রোনাল্ডো-সুয়ারেজদের ছুঁলেন সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েস্ট ব্রুমউইচের সঙ্গে ড্র করেছে লিভারপুল। শনিবার ওয়েস্ট ব্রুমউইচের মাঠে ২-২ গোলে ড্র করে জার্গেন ক্লপের শিষ্যরা। তবে দল ড্র করলেও এই ম্যাচে গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ম্যাচের ৭২ মিনিটে গোল করেন সালাহ। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে যা তার ৩১তম গোল। সেই সঙ্গে প্রিমিয়ার লীগের ইতিহাসে এ্যালান শিয়েরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লুইস সুয়ারেজের করা সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসান তিনি। ১৯৯৫-৯৬ সাল থেকে ২০ দলের অংশগ্রহণে শুরু হয় ৩৮ ম্যাচের ইংলিশ প্রিমিয়ার লীগের মৌসুম। সে মৌসুমেই সর্বোচ্চ ৩১ গোল করেছিলেন ইংলিশ কিংবদন্তি এ্যালান শিয়েরার। এরপর তার রেকর্ডে ভাগ বসান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লুইস সুয়ারেজ। ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সি আর সেভেনের পর ২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের হয়ে ৩১ গোল করেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এবার সেই রেকর্ডেই ভাগ বসালেন দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সালাহ। আর মাত্র এক গোল করতে পারলেই রোনাল্ডো-সুয়ারেজ এবং শিয়েরারদের ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বেন সালাহ। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড যেভাবে ছুটছেন, লীগে নতুন ইতিহাস গড়াটা যেন এখন কেবলই সময়ের ব্যাপার।
×