ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কোমির মেমো ॥ গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প

প্রকাশিত: ০৬:৩২, ২২ এপ্রিল ২০১৮

কোমির মেমো ॥ গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এফবিআইর সাবেক প্রধান জেমস কোমির সঙ্গে তার সাক্ষাত নিয়ে প্রকাশিত মেমোগুলো প্রত্যাখান করেছেন। ওই মেমোগুলোতে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত নিয়ে তাকে বেশ উদ্বিগ্ন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া দুই রুশ পতিতার সঙ্গে তার যোগাযোগের কথা বলা হয়েছে মেমোতে। এএফপি। ট্রাম্পকে নিয়ে এ পর্যন্ত যে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে তার সর্বশেষ হলো এই মেমোগুলো। কোমির লেখা একটি বই সম্প্রতি বাজারে এসেছে। সেখানে তিনি ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ‘নৈতিকভাবে আনফিট’ বলে মন্তব্য করেছেন। ওই বই লেখার পর কোমি একটি বিস্তারিত সাক্ষাতকার দিয়েছেন। কোমির বই ও এসব কথাবার্তা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের ওপর ছায়া ফেলে। দুয়েক মাসের মধ্যেই ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকের প্রস্তুতির কাজ নিয়ে কথা বলতে সিআইএর প্রধান মাইক পম্পেও সম্প্রতি পিয়ংইয়ং সফর করেন। আবের সঙ্গে আলোচনাকালে ট্রাম্প পম্পেওর সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেন। উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনায় বসা ও কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ এখন ট্রাম্পের বড় এজেন্ডা হলেও কোমির মেমো তাকে নিয়ে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। ট্রাম্পের সঙ্গে ওই সাক্ষাতের কিছুদিন পর কোমি বরখাস্ত হন। ওই মেমো ট্রাম্পকে কিছুটা বিচলিত করেছে। যে কারণে তিনি শুক্রবার টুইটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন, ‘জেমস কোমির মেমো এটি পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে তদন্ত কাজে কোন ধরনের বাধা বা হস্তক্ষেপ ঘটেনি। তিনি (কোমি) গোপন তথ্য ফাঁস করেছেন। এর অর্থ তিনি এখনও অন্যের দোষ খুুঁজেই চলেছেন।’ ওই মেমো প্রকাশের পর ডেমোক্র্যাটিক পার্টি শুক্রবার ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ক্যাম্পেইন টিম, রুশ সরকার ও উইকিলিকসের মধ্যকার যোগসাজশের অভিযোগের একটি মামলা করেছে।
×