ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পর্যটনমেলা শেষ হলেও অফার চলবে

ঈদের ছুটিতে দেশ-বিদেশ, আগেভাগে পরিকল্পনা সাজানোর সুযোগ

প্রকাশিত: ০৬:০২, ২২ এপ্রিল ২০১৮

ঈদের ছুটিতে দেশ-বিদেশ, আগেভাগে পরিকল্পনা সাজানোর সুযোগ

মোরসালিন মিজান ॥ ভ্রমণে বেশ মন দিয়েছে বাঙালী। সুযোগ পেলেই হলো, ঘুরে বেড়াচ্ছে। দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে সারা বছর ভিড় লেগে থাকে। বেড়ানোর উপযোগী নতুন নতুন জায়গাও আবিষ্কৃত হচ্ছে প্রতিনিয়ত। একসময় শুধু টাকাওয়ালারা দেশ-বিদেশ করতেন। এখন যোগ হয়েছে রুচিশীল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা। সামনে ঈদ। লম্বা ছুটি। সবাই ছুটি কাজে লাগানোর পরিকল্পনা করছেন। আর এ পরিকল্পনা চূড়ান্ত করতে সহায়তা করেছে ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০১৮। গত সাত বছরের ধারবাহিকতায় বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী মেলার আয়োজন করে ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। বৃহস্পতিবার শুরু হয়ে মেলা শনিবার শেষ হয়েছে। শেষ হয়েছে বটে। ঈদ উপলক্ষে বিভিন্ন অফার চালু থাকবে। চলবে অগ্রিম বুকিং দেয়া নেয়ার কাজ। সমাপনী দিন মেলার স্টল ঘুরে পাওয়া গেছে এমন তথ্য। অষ্টম বারের মতো আয়োজিত মেলায় ট্যুর অপারেটর, হোটেল রিসোর্ট, এয়ার লাইন্সসহ ভ্রমণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। ছিল ১০টি প্যাভিলিয়ন। ১৮টি মিনি প্যাভিলিয়ন। দেড় শতাধিক স্টল সাজানো হয়েছিল। এবারই প্রথম ১৩ দেশের প্রায় ৫০ জন বিদেশী প্রদর্শক মেলায় যোগ দেন। মেলায় প্রতিদিনই এসেছেন ভ্রমণপিয়াসীরা। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। শেষ দিনে শনিবার মেলা ঘুরে দেখা যায়, সম্মেলন কেন্দ্রের দুটি হলরুম এবং খোলা প্রাঙ্গণে স্টল প্যাভিলিয়ন সাজানো হয়েছে। ট্যুর অপারেটররা তাদের নিয়মিত প্যাকেজগুলো তুলে ধরছিলেন। তবে ঈদ অফারগুলো নিয়ে ছিল বাড়তি আগ্রহ। দেশের অভ্যন্তরে যারা ছুটি কাটাতে চান তাদের জন্য অফারের কোন অভাব ছিল না। বিভিন্ন স্টল ঘুরে যে ধারণা হয়েছে সে অনুযায়ী, সুন্দরবনে তিন দিন দুই রাতের ভ্রমণ প্যাকেজের মূল্য ১০ হাজার ৫শ’ টাকা। সিলেটে তিন দিন দুই থাকা যাবে ৭ হাজার টাকা খরচে। বান্দরবানে দুই দিন এক রাতের প্যাকেজ মূল্য মাত্র ৫ হাজার ৫শ’ টাকা। রাঙ্গামাটি দুই দিন এক রাত থাকা যাবে মাত্র ৪ হাজার ৫শ’ টাকায়। খাগড়াছড়ির সাজেক খুব জনপ্রিয় পর্যটন স্পট এখন। ৪ হাজার ৯শ’ টাকায় সেখানে দুই দিন এক রাত থাকা যাবে। সেন্ট মার্টিনে তিন দিন দুই রাতের প্যাকেজ মূল্য ৭ হাজার টাকা। কুয়াকাটায় সমান সময়ের জন্য খরচ হবে ৫ হাজার টাকা। ঈদের ছুটিতে বহু মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে বেড়াতে যান। তাদের জন্য মেলায় ছিল ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদীপ ভ্রমণের অফার। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরেও প্রচুর যাওয়া-আসা। এ যাওয়া-আসা কীভাবে আরও সহজ এবং আনন্দঘন হতে পারে, সে পরামর্শ দেয়া হচ্ছিল স্টল ও প্যাভিলিয়ন থেকে। মেলা ঘুরে মনে হলো ভিয়েতনাম কম্বোডিয়াও ভ্রমণের জন্য জনপ্রিয় হয়ে ওঠেছে। এসব দেশে বেড়ানোর নানা প্যাকেজ ঘোষণা করেছিলেন ট্যুর অপারেটররা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে নানা জটিলতা। জটিলতা দূর করার উপায় বলে দিচ্ছিলেন স্টলের স্মার্ট কর্মীরা। দর্শনার্থীরা নিজেদের পছন্দমতো দেশে যাওয়ার লক্ষ্য নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন। অগ্রিম বুকিং দিচ্ছিলেন। এক্সপ্লোর হলিডেজ নামের একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তা দিগন্ত জানান, ঈদ উপলক্ষে ভারত নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছেন তারা। ভারতের শিলংয়ে চার দিন তিন রাতের ভ্রমণ প্যাকেজের মূল্য ১৬ হাজার ৫শ’ টাকা। সমান সময় দার্জিলিং বেড়ানো যাবে ১৪ হাজার টাকায়। বাসে যাতায়াত হলেও, আরামদায়ক হবে। নেপালে পাঁচ দিন চার রাতের প্যাকেজ মূল্য ৩৫ হাজার টাকা। ভুটানে পাঁচ দিন চার রাতের ভ্রমণ প্যাকেজের মূল্য ৪৫ হাজার ৫শ’ টাকা। মালদ্বীপে চার দিন তিন রাতের ভ্রমণ প্যাকেজের মূল্য ৭৫ হাজার ৫শ’ টাকা। ব্যাঙ্কক-পাতায়ায় পাঁচ দিন চার রাতের ভ্রমণ প্যাকেজ মূল্য ৩৫ হাজার টাকা। বালিতে চার দিন তিন রাতের ভ্রমণ প্যাকেজের মূল্য ৫৪ হাজার ৫শ’ টাকা। দুবাইও বেড়ানোর জন্য চমৎকার একটি দেশ। বাংলাদেশ থেকে অনেকেই ছুটি কাটাতে যান। এবারের ঈদেও যাবেন। এ ক্ষেত্রে ট্যুর অপারেটর কোম্পানিগুলো তাদের নানাভাবে সহায়তা করছে। ঈদ সামনে রেখে দিচ্ছে বিশেষ অফার। ইনো গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান দুবাই ভ্রমণকে প্রাধান্য দিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানের কর্মী বিথী জানান, তাদের অফারটির নাম- চাঁদরাতে দুবাই চলো। চার রাত পাঁচ দিনের প্যাকেজ। প্রতি একজনের খরচ হবে ৮১ হাজার টাকা। প্যাকেজের আওতায় থাকছে এয়ার টিকেট, হোটেল ভাড়া, খাওয়া এবং উল্লেখযোগ্য পর্যটন স্পট ঘুরে দেখার সুযোগ। গ্লোরি হলিডেজ নামের আরেকটি বড় ট্যুর অপারেটর প্রতিষ্ঠান তিন রাত চার দিনের দুবাই ভ্রমণ প্যাকেজ দিচ্ছিল ৭৪ হাজার ৯শ’ টাকায়। স্টলের দায়িত্বে থাকা রিংকু সাহা জানান, এই অফার মেলা শেষেও চালু থাকবে। রাজধানী ট্যুরিজম এন্ড এড্যুকেশন নামের একটি প্রতিষ্ঠানের স্টল থেকে জানা যায়, তাদের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যাবে ১ লাখ ২৫ হাজার টাকায়। যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে ১ লাখ ১৫ হাজার টাকায়। কানাডার বেলায় খরচ হবে ১ লাখ ২৫ হাজার টাকা। ১ লাখ ২৯ হাজার টাকায় ঘুরে আসা যাবে অস্ট্রেলিয়া থেকে। এসব দেশের ভিসা পাওয়া মুস্কিল বটে। তবে স্টলের কর্মী সাঈদ মজুমদার বললেন, জটিলতাগুলো সহজ করার কাজ করেন তারা। মূল শর্তগুলো ঠিক থাকলে তারা ভিসা পেতে সহায়তা করবেন বলে জানান। মেলায় ছিল কর্পোরেট রেন্ট এ কারের স্টল। শীর্ষস্থানীয় ট্যুর কার ও রেন্ট এ কারের প্রতিষ্ঠান কনভয় সার্ভিসের স্টলে গিয়ে দেখা যায়, অনেকেই সিরিয়াস ভঙ্গিতে খোঁজ খবর নিচ্ছেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী আমিন চৌধুরী জানান, এবারের মেলায় তারা ২০% ডিসকাউন্ট দিয়েছেন। এয়ারপোর্ট ড্রপ থেকে শুরু করে সিটি সার্ভিস ও ঢাকার আশপাশের এলাকায় একটি সেডান গাড়ির দৈনিকভাড়া নির্ধারণ করেছেন মাত্র ৬ হাজার টাকা। এছাড়া বছরব্যাপী কর্পোরেট রেন্ট এ কারের জন্য তাদের বহরে রয়েছে, অত্যাধুনিক মানে কোস্টার, জিপ, সেডান, মাইক্রোবাস ও সব ধরনের গাড়ি। ভারতের অভ্যন্তরে ঘুরে বেড়ানোর জন্য ট্রেন খুব কার্যকরী বাহন। বাংলাদেশে থাকা অবস্থায় অনলাইনে যে কোন ট্রেনের টিকেট অগ্রিম বুকিং দেয়া যায়। এ কাজেও সহায়তা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। গ্যালাক্সি ট্র্যাভেল ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের স্টল থেকে ভারতের প্রায় সব ট্রেনের তথ্য পাওয়া গেল। সংশ্লিষ্ট কর্মকর্তা সালাউদ্দীন আহমেদ জানান, ভারতের সকল ট্রেনের টিকেট ঢাকা থেকে বুকিং দিয়ে থাকেন তারা। পরামর্শও প্রদান করেন। মেলায় এসেছিলেন আরিফুর রহমান ও শাকিল আহমেদ। দুজন বন্ধু। ছোটখাট ব্যবসা করেন। শাকিল বললেন, বাংলাদেশটা আগে দেখতে চাই। সুনামগঞ্জের হাওড় এলাকা এখনও দেখা হয়নি। কোন প্যাকেজ আছে কিনা জানতে মেলায় এসেছি। একটু খোঁজাখুঁজি করতে হয়েছে। তবে নিরাশ হইনি। ঈদের পরদিন সুনামগঞ্জের উদ্দেশে রওনা দেয়ার মতো সুন্দর একটি প্যাকেজ পেয়েছেন বলে জানান তিনি। ঈদে সস্ত্রীক দেশের বাইরে যাবেন একটি বেসরকারী ব্যাংকের তরুণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। জনকণ্ঠকে তিনি বলেন, নতুন বিয়ে করেছি। ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে বালি যেতে চাই। কিন্তু ট্যুর প্ল্যান ঠিক করতে পারছিলাম না। এখানে এসে সবকিছু ভালভাবে জানার সুযোগ হয়েছে। অগ্রিম বুকিং দেয়ার কাজও শেষ করেছেন বলে জানান তিনি। মেলার আয়োজকদের পক্ষে টোয়াব সভাপতি তৌফিক উদ্দীন আহমেদ বলেন, সারাবছরই আমরা ট্যুর পরিচালনা করি। তবে ঈদের ছুটিতে বিশেষ অফার থাকে। মেলা শেষ হলেও আকর্ষণীয় অফারগুলো চালু থাকবে। ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আগ্রহীরা আকর্ষণীয় প্যাকেজগুলো গ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।
×