ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সৈন্য পাঠাতে আগ্রহী সৌদি আরব

প্রকাশিত: ০৪:২১, ২০ এপ্রিল ২০১৮

সিরিয়ায় সৈন্য পাঠাতে আগ্রহী সৌদি আরব

সিরিয়ায় সৈন্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তারা দেশটিতে সৈন্য পাঠাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। রিয়াদে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের এ তথ্য জানান। -আলজাজিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় একটি আরব বাহিনী গঠন করতে চান। এ ঘটনা জানার পরই সৌদির পক্ষ থেকে এ ঘোষণা এলো। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আদেল আল জুবায়ের বলেন, সৌদির সেনা মোতায়েনের প্রস্তাব নতুন কিছু নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও একই প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই এ নিয়ে আমরা আলোচনা করেছি। এর আগে ২০১৪ সালে আইএসকে হটাতে বিমান হামলায় অংশ নিয়েছিল সৌদি আরব। তবে স্থল অভিযানে সেনা মোতায়েন বন্ধ রেখেছিল দেশটি। তবে ২০১৬ সালে জঙ্গীগোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছিল সৌদি। ওয়ালস্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ট্রাম্প একটি আরব বাহিনী গঠন করতে চান। যেখানে সৌদি আরব ও আমিরাতের সেনারাও অংশ নেবে। এই মুহূর্তে সিরিয়ায় দুই হাজার মার্কিন সৈন্য রয়েছে।
×