ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফাইনাল খেলার স্বপ্ন বাংলাদেশের

প্রকাশিত: ০৭:০৯, ১৯ এপ্রিল ২০১৮

ফাইনাল খেলার স্বপ্ন বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৬-১৮ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিকের তৃতীয় আসর। যুব অলিম্পিক হকির মূলপর্বে খেলার অভিপ্রায় বাংলাদেশের। ২০১৪ সালে চীনে অনুষ্ঠিত আসরে খেলেছিল তারা। আগের বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে রানার্সআপ হয়ে মূলপর্বের টিকেট কেটেছিল বাংলাদেশ। তবে এবার বাছাইপর্ব পার করাটাই অনেক মুশকিল তাদের জন্য। কারণ তাদের প্রতিপক্ষ অনেক কঠিন এবং শক্তিশালী। আগামী ২৫-২৯ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিকের বাছাইপর্ব। পুল ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে এবং কম্বোডিয়া। ২৫ এপ্রিল প্রথম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। পুল ‘এ’তে আছে ভারত, কোরিয়া, জাপান, হংকং এবং থাইল্যান্ড। থাইল্যান্ড যাওয়ার আগে বুধবার বাংলাদেশ দলের অফিসিয়াল ফটোসেশন এবং এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ের ফ্যালকন হলে। এই গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনালে খেলবে। যে দুটি দল ফাইনালে ওঠবে তারাই যাবে মূলপর্বে। গতবারের মতো এবারও ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক সোহানুর রহমান সবুজ বলেন, ‘গতবারের মতো এবারও আমাদের টার্গেট মূলপর্বে খেলা। আশাকরি ফাইনাল খেলতে পারব।’ যুব অলিম্পিকের হকিতে ভিন্ন নিয়মে খেলা হবে। প্রতিটি দলে পাঁচজন করে খেলে। মাঠের অর্ধেক জায়গায় খেলা হয়। চারপাশে বোর্ড থাকে। অনেকটা ক্যারম বোর্ডের মতো মাঠের মতো। ফাইভ-এ সাইড খেলায় কোন ফরোয়ার্ড, মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার বলতে কিছু নেই। পুরো খেলাটাই হলো পাওয়ার হিটিং। যে কোন জায়গা থেকে গোল করতে পারবেন খেলোয়াড়রা। খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও কোন নিয়ম নেই। চাইলে পুরো পাঁচজনকেই পরিবর্তন করতে পারবেন কোচ। ম্যাচের সময় ৩০ মিনিট। ১০ মিনিট পর তিন মিনিটের বিরতি। যে কারণে একদিনে দুই ম্যাচও খেলতে হবে দলগুলোকে। ২৬ এপ্রিল বাংলাদেশ খেলবে কম্বোডিয়া এবং মালয়েশিয়ার বিপক্ষে। পরের দিনও দুটি ম্যাচ। প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও পাকিস্তান। এই আসরে বাংলাদেশের কোচ হিসেবে আনা হয়েছে মালয়েশিয়ান গোবিনাথান কৃঞ্চমূর্তিকে। তিনি বলেন, ‘কোয়ালিফাই করাটা কঠিন। কারণ গতবার অনেক দলই ছিল না বাছাইপর্বে। এবার ভারত, দক্ষিণ কোরিয়া আছে। বাছাইপর্বে ভাল দল পাকিস্তান ও ভারত। তবে আমরাও খারাপ দল না। প্রথম ম্যাচের পরই বলতে পারব আমাদের অবস্থানটা কোথায়।’
×