ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় ভাইয়ের পর এবার রাশিয়া যাচ্ছে ছোট ভাই রাফি

প্রকাশিত: ০৬:২৬, ১৭ এপ্রিল ২০১৮

বড় ভাইয়ের পর এবার রাশিয়া যাচ্ছে ছোট ভাই রাফি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জুনে রাশিয়ায় শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। ওই মাসেই দেশটির রাজধানী মস্কোতে বসছে ২১১ দেশের খুদে ফুটবলারদের নিয়ে ফেস্টিভ্যাল। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছে গোলাম রাফি খান। একই অনুষ্ঠানে তার বড় ও যমজ ভাই রাব্বি গিয়েছিল গত বছর। রাফির জন্য বাড়তি আকর্ষণ হচ্ছে এবারের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বসে আরও ১১০ দেশের খুদে ফুটবলারদের সঙ্গে রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখবে নারায়ণগঞ্জের মদনগঞ্জ হাজী আলম চান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রাফি। এই ফুটবল ফেস্টিভ্যালে ২১১ দেশ থাকলেও খেলবে ৬৪ দেশের ফুটবলাররা। এ ৬৪ দেশের মধ্যে আছে বাংলাদেশও। আগামী ৭ জুন টিম লিডার হিসেবে রাফিকে নিয়ে রাশিয়া যাবেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য হারুনুর রশিদ। সঙ্গে যাবেন টিম কো-অর্ডিনেটর আহসান আহমেদ অমিত।
×