ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এল সালভাদরে নিখোঁজ সাংবাদিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ এপ্রিল ২০১৮

এল সালভাদরে নিখোঁজ সাংবাদিকের লাশ উদ্ধার

এল সালভাদরে রাস্তার পাশ থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার তিনি নিখোঁজ হয়েছিলেন। খবর এএফপির। খবরে বলা হয়, সান সালভাদর থেকে একশ’ কিলোমিটার উত্তর পূর্বের সান্তা রোসা গুয়াচিপিলিনের উপকণ্ঠে একটি মহাসড়কের পাশ থেকে কার্লা টুরসিওস (৩৩) নামের ওই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়। সংবাদপত্র লা প্রেন্সা গ্রাফিকার খবরে বলা হয়, সাংবাদিক কার্লা টুরসিওসকে হত্যা করা হয়েছে। সালভাদরের সরকারী আইনজীবী দফতর সূত্র জানায়, সান্তা রোসা গুয়াচিপিলিন এলাকার একটি মহাসড়কের পাশে এক নারীর লাশ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। কুর্দী হামলায় তিন তুর্কী সৈন্য নিহত কুর্দী বিদ্রোহীদের হামলায় তুরস্কের তিন সৈন্য নিহত হয়েছেন। সোমবার ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে চালানো ওই হামলায় আরও এক সৈন্য আহত হয়। নিরাপত্তা সূত্র জানায়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরা সিরনাক প্রদেশের কুয়ুতেপে সামরিক ঘাঁটি এলাকায় হামলাটি চালিয়েছে বলে দাবি করেছেন তারা। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দী অধ্যুষিত এলাকাগুলোর স্বায়ত্তশাসনের দাবিতে পিকেকে গত তিন দশকেরও বেশি সময় ধরে আঙ্কারার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। -ওয়েবসাইট
×