ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

প্রকাশিত: ০৪:২৮, ১৬ এপ্রিল ২০১৮

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

টানা দুদিন বন্ধ থাকার পর রবিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শুক্রবার সাপ্তাহিক ও বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি মিলিয়ে দু’দিন বন্ধ ছিল স্থলবন্দর। বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় টানা দু’দিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরে ট্রাক হতে পণ্য খালাস, ভর্তি ডেলিভারি দেয়া কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। রবিবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। এছাড়াও বন্দরে কর্মরত সব শ্রমিকরা তাদের কাজে যোগদান করায়, ট্রাক থেকে পণ্য খালাস, পণ্য ডেলিভারি দেয়াসহ বন্দরের সকল কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। -স্টাফ রিপোর্টার, দিনাজপুর
×