ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিলেটেও বৈশাখী উম্মাদনা

প্রকাশিত: ০৬:৪৮, ১৪ এপ্রিল ২০১৮

 সিলেটেও বৈশাখী উম্মাদনা

স্টাফ রিপোর্টার ॥ দিন যতই এগুচ্ছে পহেলা বৈশাখের উন্মাদনায় মেতে উঠছেন সিলেটের তরুণরা। বৈশাখী কেনাকাটায় নারীদের মতই ব্যস্ত তারাও। তুলনামূলক রক্ষণশীল এলাকা সিলেটে ক’বছর আগেও এমনটা লক্ষ্য করা যায়নি। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের শোভাযাত্রায় অংশ নিতে তরুণরা কিনছেন লাল-সাদা রঙ্গের পাঞ্জাবি। অনেকের আগ্রহ ফতুয়াতেও। মনের মতো পোশাক কিনতে বেশিরভাগ তরুণই ভিড় করছেন বুটিক হাউসে। নগরীর নয়াসড়ক, কুমারপাড়া, জিন্দাবাজারের বুটিক শপগুলোতে চলছে উৎসবের আমেজ। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙ্গের পোশাকে সাজান দোকান। পছন্দের বৈশাখী পোশাক কিনতে এসব দোকান ঘুরে বেড়াচ্ছেন ফ্যাশন সচেতন তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষ। বৈশাখে সাধারণত তরুণদের পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখে নির্দিষ্ট থিম নিয়ে পোশাক তৈরি করে থাকে কুটিক হাউসগুলো। নিজেদের তৈরি এসব পোশাকের দামও তুলনামূলক কম। বিক্রেতা বলেন, আমাদের বেচাকেনা ভাল। কাস্টমার আসছে, দেখছে। ভাল লাগলে কিনছেন। সাড়া পাওয়া যাচ্ছে।
×