ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চতুর্থ রাউন্ডের দুটি ম্যাচই ড্র

প্রকাশিত: ০৫:৪৯, ১৪ এপ্রিল ২০১৮

চতুর্থ রাউন্ডের দুটি ম্যাচই ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয়দিনেই বোঝা যাচ্ছিল দুটি ম্যাচই ড্র’র দিকে এগিয়ে যাচ্ছে। তাই হয়েছে। ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল এবং প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মধ্যকার ম্যাচ ড্র হয়েছে। তাতে করে পয়েন্ট তালিকায় উত্তরাঞ্চল (৪১ পয়েন্ট) শীর্ষেই আছে। দ্বিতীয় স্থানে আছে যথারীতি পূর্বাঞ্চল (৩০ পয়েন্ট)। তবে তৃতীয় রাউন্ড শেষে চতুর্থ স্থানে থাকা মধ্যাঞ্চলের (২৯ পয়েন্ট) উন্নতি হয়েছে। দলটি তৃতীয় স্থানে উঠে গেছে। দক্ষিণাঞ্চল (২৬ পয়েন্ট) চতুর্থ স্থানে নেমে গেছে। তবে ম্যাচ দুটির দিকে চতুর্থ রাউন্ডের শেষদিনে কারও নজর থাকেনি। সব আলোচনা কেড়ে নিয়েছেন তুষার ইমরান। দক্ষিণাঞ্চলের এ ব্যাটসম্যান যে সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই চলেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে দেখিয়েছেন। জোড়া সেঞ্চুরি করে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ফলোঅনে পড়েও ড্র করেছে উত্তরাঞ্চল ॥ প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ৫২৯ রান করেই এগিয়ে গিয়েছিল। কিন্তু তৃতীয়দিন মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে জবাব দেয় উত্তরাঞ্চল। ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান করে উত্তরাঞ্চল। ফলোঅনে পড়ার শঙ্কা তখনও দূর হয়নি। সেই ফলোঅনে পড়েও উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে তৃতীয়দিনের রানের সঙ্গে আর ১৪ রান যোগ করতে পারে উত্তরাঞ্চল। ৩০০ রান করতেই অলআউট হয়ে যায়। তাতে করে প্রথম ইনিংসে মধ্যাঞ্চল থেকে ২২৯ রানে পিছিয়ে থাকে উত্তরাঞ্চল। মুশফিক শেষ পর্যন্ত ব্যক্তিগত স্কোরবোর্ডে আর ১০ রান যোগ করে ১১১ রান করতে পারেন। ফলোঅনে পড়ার পর আবার ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। এবার ওপরের সারির ব্যাটসম্যানরাই যা করার করে দেখান। ওপেনার মিজানুর রহমানের অপরাজিত ১০০ রানের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ৮৯ রানে ২ উইকেট হারিয়ে ২১৩ রান করতেই আর খেলা এগিয়ে যায়নি। ম্যাচ ড্র হয়ে যায়। ম্যাচটি ড্র হলেও পয়েন্ট বেশি পেয়েছে মধ্যাঞ্চল। বোনাস পয়েন্টসহ ১০ পয়েন্ট কুড়িয়ে নিয়েছে। উত্তরাঞ্চল বোনাস পয়েন্টসহ পেয়েছে ৭ পয়েন্ট। তুষারের সেঞ্চুরি উদযাপন চলছেই ॥ একের পর এক সেঞ্চুরি করেই চলেছেন তুষার ইমরান। সেঞ্চুরি উদযাপন করেই চলেছেন। যেন নির্বাচকদের বারবার জানান দিচ্ছেন অন্তত টেস্টে তাকে নেয়া যায়। ফুরিয়ে যাননি। পূর্বাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও যেমন ১০৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। প্রথম ইনিংসেও ১৩০ রান করেছেন তুষার। তার জোড়া সেঞ্চুরিতে দুই ইনিংসেই দক্ষিণাঞ্চল রানের পাহাড় গড়েছে। প্রথম ইনিংসে ৪০৩ রান করেছে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১১ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল ৩০০ রানে অলআউট হয়। তাতে করে পূর্বাঞ্চলের সামনে জিততে ৪১৫ রানের টার্গেট দাঁড় হয়। এ রান করতে গিয়ে লিটন কুমার দাস (১১৩*) ও আফিফ হোসেন ধ্রুবর (১০০*) ব্যাটিং নৈপুণ্যে ১ উইকেট হারিয়ে ২২৪ রান করতেই খেলা আর এগিয়ে যায়নি। ম্যাচ যে ড্র হবে নিশ্চিত হওয়া গেছে। লিটন ও ধ্রুব মিলে দ্বিতীয় উইকেটে ২০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। তাতেই ম্যাচ ড্র হয়ে যায়। তবে ম্যাচে সব আলো থাকে তুষারের দিকেই। তিনি যে জোড়া সেঞ্চুরি করে নিজের সেঞ্চুরির রেকর্ড আরও দীর্ঘ করেছেন। ২৮টি প্রথম শ্রেণীর সেঞ্চুরি হয়ে গেল তুষারের। ব্যাটিং করা যে কত সহজ তাই যেন বোঝাচ্ছেন তুষার। সেই সঙ্গে টেস্ট দলে সুযোগ পাওয়ার দাবিও যেন ব্যাটিংয়ের মাধ্যমে বারবার তুলে ধরছেন। এবারের বিসিএলে সবচেয়ে বেশি ৪ সেঞ্চুরির সঙ্গে ১১১.৬০ গড়ে সর্বোচ্চ ৫৫৮ রানও তুষারেরই। স্কোর ॥ মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ, বগুড়া মধ্যাঞ্চল প্রথম ইনিংস ॥ ৫২৯/১০; ১৭৪.১ ওভার (মার্শাল ১৩২, সাদমান ১০৭, সাইফ ৯৪, মোশাররফ ৮৩*, তানভির ৪৬; আরিফুল ৪/৭৯)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস তৃতীয়দিন শেষে ২৮৬/৭; ৮৬ ওভার (মুশফিক ১০১*, শান্ত ৪৫, আরিফুল ৪২, তাইজুল ২১*; এবাদত ৩/৫৮ ও চতুর্থদিন ৩০০/১০; ৯৩.১ ওভার (মুশফিক ১১১, তাইজুল ২৫; এবাদত ৪/৬১) এবং দ্বিতীয় ইনিংস ২১৩/২; ৬৫.২ ওভার; ফলোঅন (মিজানুর ১০০*, শান্ত ৮৯, আরিফুল ২২*; শরীফ ১/৯)। ফল ॥ ম্যাচ ড্র। ম্যাচসেরা ॥ মার্শাল আইয়ুব (মধ্যাঞ্চল)। দক্ষিনাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ, সিলেট ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ ৪০৩/১০; ১০৪.৪ ওভার (তুষার ১৩০, রাব্বি ৮৯, দেলোয়ার ৬৩, সোহান ৪৪*; খালেদ ৪/৮৪) ও দ্বিতীয় ইনিংস তৃতীয়দিন ১৪২/৩; ৩২ ওভার (তুষার ৪৬*, রাব্বি ৪২, সৌম্য ২৯*; আশরাফুল ২/২৩) এবং চতুর্থদিন ৩১১/৭ (ইনিংস ঘোষণা); ৬৮ ওভার (তুষার ১০৩ (রি. হা.), মিঠুন ৬৬; সোহাগ ৩/৮২)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস ॥ ৩০০/১০; ৯৫.৫ ওভার (জাকের ৭৬, সাইফউদ্দিন ৭৫*, লিটন ৭৫; রাব্বি ৪/৯৩, রাজ্জাক ৩/৬৮, নাঈম ৩/৯৭ ও দ্বিতীয় ইনিংস টার্গেট ৪১৫ রান; ২২৪/১; ৪৫ ওভার (লিটন ১১৩*, ধ্রুব ১০০*; রাব্বি ১/৩২)। ফল ॥ ম্যাচ ড্র। ম্যাচসেরা ॥ তুষার ইমরান (দক্ষিণাঞ্চল)।
×