ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অনুমতিহীন মেলা নিয়ে টঙ্গীবাড়িতে উত্তেজনা

প্রকাশিত: ০৫:২৪, ১৪ এপ্রিল ২০১৮

অনুমতিহীন মেলা নিয়ে টঙ্গীবাড়িতে  উত্তেজনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়ায় প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন চলছে। ওই মেলা আয়োজনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মেলায় জুয়া বাণিজ্য ও অবৈধ কর্মকান্ডের আশঙ্কা করছে স্থানীয়রা। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিগত সময় ওই মেলায় নানা রকমের অবৈধ কর্মকান্ড হয়ে আসছে। উপজেলার দিঘিরপাড় ও কামারখাড়া ইউনিয়নের সংযোগস্থলে দিঘিরপাড় এ.সি ইনস্টিটিউট মাঠে ২ দিনের ওই মেলার আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ওই স্কুলটি দিঘিরপাড় ইউনিয়নে স্থাপিত হলেও স্কুল মাঠ মেলার স্থলটি পার্শ্ববর্তী কামারখাড়া ইউনিয়নে হওয়ায় মেলা আয়োজন নিয়ে দুই ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া মেলা আয়োজনের জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ইউনিয়ন পরিষদের কাছ থেকে কোন প্রকার অনুমতি নেয়া হয়নি। শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে মেলার দোকান নির্মাণের প্রস্তুতি প্রায় শেষ। দোকানিরা জানায়, আগামীকাল শনিবার থেকে মেলা শুরু হবে। এ সময় স্থানীয় কয়েক যুবক জানান, মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিবছরই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
×