ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডা স্কুল শিক্ষার্থীদের ওপর হামলাকারী সম্পদ দান করতে চান

প্রকাশিত: ০৬:২২, ১৩ এপ্রিল ২০১৮

ফ্লোরিডা স্কুল শিক্ষার্থীদের ওপর হামলাকারী সম্পদ দান করতে চান

য্ক্তুরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ড স্কুলে শিশুদের ওপর গুলিবর্ষণকারী নিকোলাস ক্রুজ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ তার হামলার শিকার দুর্দশাগ্রস্ত পরিবার ও বেঁচে যাওয়া মানুষদের দান করতে চান। তার এ সম্পদ ও সম্পত্তি কয়েক লাখ ডলার বা আরও বেশি হতে পারে। তার আইনজীবীরা বুধবার একথা বলেছেন। খবর এএফপির। ক্রুজ ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ ফ্লোরিডার ম্যারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে প্রবেশ করে শিক্ষার্থী ও স্টাফদের ওপর একটি এআর ফিফটিন সেমি-অটোমেটিক অস্ত্র থেকে গুলিবর্ষণ করতে থাকেন। ক্রুজের বিরুদ্ধে ১৭টি পরিকল্পিত হত্যা ও ১৭টি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ব্রোওয়ার্ড কাউন্টি জজ এলিজাবেথ শিরের বুধবার আদালতে শুনানিতে ক্রুজ আত্মপক্ষ সমর্থনে অর্থ প্রদানে সমর্থ কিনা সে বিষয়ে নিশ্চিত হতে চেয়েছেন। তার পক্ষে এ পর্যন্ত অংশ নিয়েছেন সরকারী কৌঁসুলিরা। তার আইনজীবীরা বলেছেন, গত নবেম্বর তার মা লিন্ডা ক্রুজের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির সঠিক আর্থিক মূল্যায়ন সম্পর্কে তারা জানতে পারেননি।
×