ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারীসহ খদ্দের আটক

প্রকাশিত: ০৭:০১, ১২ এপ্রিল ২০১৮

নারীসহ খদ্দের আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর মোল্লাপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা ও ইয়াবা সেবনকালে দুই নারী ও এক খদ্দেরকে আটক করে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সেলিনা বেগম, কেয়া খাতুন ও হোসনিগঞ্জ এলাকার সুমন। মোল্লাপাড়া এলাকার ওসমানগনির ছেলে রেজাউলের বাড়ি ৩ মাস আগে ভাড়া নেয় সেলিনা বেগম নামের এক নারী। বাড়ি ভাড়া নেয়ার পর থেকে বিভিন্নস্থান থেকে নারী নিয়ে এসে দেহব্যবসা চালাচ্ছিল। সেখানে মাদক সেবন ও বিক্রিও করা হচ্ছিল। মঙ্গলবার রাতে নগরীর হোসনিগঞ্জ এলাকার সুমন ও কেয়া খাতুন নামের এক যৌনকর্মীকে নিয়ে সে বাড়িতে উঠলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাবাসী ওই বাড়িতে হানা দিয়ে তাদের ধরে ফেলে। পরে, থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। কচুয়ায় মাঠ দিবস নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১১ এপ্রিল ॥ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বোরো ধানের ফলন বৃদ্ধিতে কৃষকের অংশগ্রহণে কচুয়ায় মাঠ দিবসের কার্যক্রম পালন করা হয়। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আশ্রাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপ্রধানে ব্রি-৫৫ ধানের প্রদর্শনী ও ফলন বৃদ্ধি সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁদপুরের উপ-পরিচালক আলী আহমদ, বিশেষ অতিথি কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক সফিকুল ইসলাম, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহদাত হোসেন রিপন, শিবুলাল সাহা, কৃষক হাজী রুস্তম আলী, মনিরুল ইসলাম প্রমুখ।
×