ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, বার্সিলোনা ৩-১ লেগানেস

মেসির হ্যাটট্রিকে রেকর্ড জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৪:৩০, ৯ এপ্রিল ২০১৮

 মেসির হ্যাটট্রিকে রেকর্ড জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে আরেকধাপ এগিয়ে গেছে বার্সিলোনা। শনিবার রাতে অনুষ্ঠিত ৩১তম রাউন্ডের ম্যাচে কাতালানরা ৩-১ গোলে হারিয়েছে অতিথি লেগানেসকে। ন্যুক্যাম্পে বার্সার হয়ে রেকর্ডগড়া হ্যাটট্রিক করেন প্রাণভোমরা লিওনেল মেসি। সহজ এই জয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে বার্সিলোনা। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মৌসুমে টানা ৩৮টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল সোসিয়েদাদ। এবার তাদের রেকর্ডে ভাগ বাসিয়েছে বার্সা। গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত লা লিগায় অপরাজিত আছে বার্সা। অবশ্য ৩৮ ম্যাচ অপরাজিত থাকার ম্যাচে সবচেয়ে বেশি জয়ের স্বাদ নিয়েছে বার্সিলোনা। ৩১ জয়ের সঙ্গে ৭টি ড্র করেছে। অপরদিকে ৩৮ বছর আগে গড়া রেকর্ডে ২২ জয় ও ১৬ ম্যাচ ড্র করেছিল সোসিয়েদাদ। পরের ম্যাচে জিতলে বা ড্র করলেই এককভাবে রেকর্ডটি হবে কাতালানদের। ম্যাচের প্রথমার্ধে ফ্রিকিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন মেসি। ২৭ মিনিটে প্রতিপক্ষ দল মেসিকে ফাউল করলে ফ্রিকিক পায় স্বাগতিকরা। এই গোলের মধ্য দিয়ে টানা ছয় ম্যাচ ফ্রিকিক থেকে গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্রাজিরিয়ান তারকা ফিলিপ কুটিনহোর সহায়তায় বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ম্যাচের ৩২ মিনিটে কুটিনহোর নিখুঁত পাসে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে ১৫ গজ দূর থেকে গোল করেন। বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে নাবিল আল জহর লেগানেসের হয়ে একটি গোল পরিশোধ করেন। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে মেসি হ্যাটট্রিক পূরণ করলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় অতিথিদের। উসমান ডেম্বেলের পাসে বার্সার হয়ে ৪০তম হ্যাটট্রিক করার তৃপ্তি পান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। লীগে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে বার্সা আর মাত্র সাত ম্যাচের দূরত্বে। ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। হ্যাটট্রিক করলেও দ্বিধা ছিল মেসিকে শুরু থেকে খেলানো নিয়ে। শেষ পর্যন্ত খেলেছেন তিনি, আর তাতে বেজায় খুশি বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা মনে করি মেসি ভাল আছে এবং তার গোল করা সবসময় সবকিছুতে সহযোগিতা করে। ডেম্বেলের ভূমিকারও প্রশংসা করেন ভালভার্ডে। বলেন, আমরা জানি, তার মেধা আছে। তবে তাকে অন্য বিষয়গুলোতে কাজ করতে হবে। এখন পর্যন্ত লীগে অপরাজিত বার্সা। অথচ মৌসুমের শুরুতে এই দলটিকে নিয়ে অনেকে অনেক নেতিবাচক কথা বলেছিলেন। ২০১৭ সালের ৮ এপ্রিল মালাগার স্টেডিয়াম লা রোজালেদায় ২-১ গোলের হার। লীগে বার্সিলোনার বিপক্ষ খেলা দলগুলোর সেটাই শেষ সাফল্য। ২০১৮ সালের ৭ এপ্রিল যখন লেগানেসকে ৩-১ গোলে হারায় তখন বার্সিলোনা লা লিগায় ৩৮ ম্যাচ অপরাজিত। মাঝে কেটে গেছে একটি বছর। অথচ এই দলটাকেই কেউ হারাতে পারেনি। বার্সা কী আসলেই অসাধারণ ছিল? নাকি ভাগ্যের সহায়তাও ছিল? মেসি পরবর্তী বার্সিলোনাকে যে এগিয়ে নিয়ে যাবে, যাকে ঘিরে বার্সিলোনার সমর্থকরা ভবিষ্যতের কথা চিন্তা করতো সেই নেইমারকে মৌসুমের শুরুতে ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজির কাছে বিক্রি করে দিয়ে বেশ বিপদেই পড়ে কাতালোনিয়ার ক্লাবটি। এছাড়া মৌসুম শেষে কোচের দায়িত্বও ছাড়েন লুইস এনরিকে। এমন এক টালমাটাল অবস্থায় দলের দায়িত্ব নেন এ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কোচ ভালভার্ডে। তেমন নাম ডাক না থাকলেও সামান্য একটি দলকে যে অসাধারণ বানানো যায়, সেটার নজির স্থাপন করেছেন তিনি।
×