ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলের পর্দা উঠছে আজ

প্রকাশিত: ০৪:১৮, ৭ এপ্রিল ২০১৮

আইপিএলের পর্দা উঠছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসর। টি২০ ঘারনার ঘরোয়া ধুন্ধুমার আয়োজনের প্রথমদিনই মুখোমুখি হচ্ছে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসা চেন্নাই সুপার কিংস। এবারও দলের সংখ্যা মোট ৮টি। অপর ৬ ফ্র্যাঞ্চাইজি হচ্ছে- দিল্লী ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইটরাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। ফিক্সিং কলঙ্কের কারণে গত দুই মৌসুম নিষিদ্ধ ছিল অন্যতম সফল দল চেন্নাই ও রাজস্থান। পরিবর্তে অংশ নিয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাট লায়ন্স। চেন্নাই ও রাজস্থান ফিরে আসায় এই পুনে ও গুজরাট আর এবারের টুর্নামেন্টে নেই। এবার দলগুলোকে যারা নেতৃত্ব দেবেন তারা হলেন, মুম্বাই- রোহিত শর্মা, চেন্নাই- মহেন্দ্র সিং ধোনি, দিল্লী গৌতম গাম্ভীর, পাঞ্জাবÑ রবিচন্দ্রন অশ্বিন, কলকাতা- দিনেশ কার্তিক, রাজস্থান- অজিঙ্কা রাহানে, ব্যাঙ্গালুরু- বিরাট কোহলি, হায়দরাবাদ- কেন উইলিয়ামসন। এর মধ্যে গৌতম গাম্ভীরকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা। ফলে শাহরুখ খানের মালিকানাধীন দলটিকে এবার নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক। আর দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের সূত্র ধরে এক বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফলে দু’জনই আইপিএলে খেলতে পারছেন না। হায়দরাবাদ তাই নেতৃত্বের জন্য ওয়ার্নারের পরিবর্তে নিউজিল্যান্ড জাতীয় অধিনায়ক উইলিয়ামসনকে বেছে নিয়েছে। আর স্মিথের স্থলে রাজস্থানের গুরুভার রাহানের কাঁধে। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই সর্বোচ্চ তিনবার (২০১৩, ২০১৫ ও ২০১৭) শিরেপা জয় করে। চেন্নাই (২০১০, ২০১১) ও কলকাতা (২০১২, ২০১৪) দুইবার। একবার করে শিরোপা গেছে রাজস্থান (২০০৮) ও হায়দরাবাদের (২০১৬) ঘরে। ভারত জাতীয় দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া বিরাট কোহলি এখনও পর্যন্ত শিরোপার স্বাদ পাননি। এবার ব্যাঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে মরিয়া সময়ের ক্রিকেটের এই বড় তারকা। আর পুরনো ক্লাব চেন্নাইয়ের দায়িত্বে ফিরে বুড়ো বয়সে আরও একবার ঝলক দেখাতে চান চেন্নাই সেনাপতি ধোনি। এবারের আইপিএলে বাংলাদেশীদের চোখ থাকবে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের ওপর। দল বদলে হায়দরাবাদ থেকে পেসার মুস্তাফিজ এবার মুম্বাইয়ে। কলকাতা সাকিবকে ছেড়ে দেয়ায় তাকে ভিড়িয়েছে মুস্তাফিজের পুরনো দল হায়দরাবাদ। অধিনায়ক রোহিত যে ইঙ্গিত দিয়েছেন তাতে আজ প্রথম ম্যাচেই কাটার মাস্টার মুস্তাফিজকে মূল একাদশে দেখা যেতে পারে। সাকিবকে নিয়েও দারুণ আশাবাদী হায়দরাবাদ কোচ টম মুডি।
×