ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাবেক মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত: ০৫:৩৪, ৫ এপ্রিল ২০১৮

সাবেক মন্ত্রী মামদুদুর  রহমান চৌধুরীর  ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার বনেদি সাতানী পরিবারের সন্তান বিশিষ্ট রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সকালের আনন্দ পত্রিকার সম্পাদক মামদুদুর রহমান চৌধুরী বুধবার সকালে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি......রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট বোন ইসমাত আরা সাদিক বর্তমান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মামদুদুর রহমান চৌধুরী বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার পূর্বপুরুষ বগুড়ার সাত আনা অংশের জমিদার ছিলেন। তাদের সম্পত্তির বড় অংশ বগুড়ার পূর্বাংশের কাহালু এলাকায়। নগরীতে তাদের বাড়ির নাম সাতানী হাউস। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। ওই সময়ের নির্বাচনে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এরপর তিনি প্রথমে এরশাদ সরকারের যোগাযোগ উপমন্ত্রী ও পরে নৌপরিবহন মন্ত্রী নিযুক্ত হন। এরশাদ সরকারের পতনের পর তিনি বেশ কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকেন। বিএনপি সরকারের প্রথম দফায় তিনি বিএনপিতে যোগদান করেন। তারপর তিনি এলডিপিতে যোগদান করেন। সর্বশেষ তিনি নিজে বাংলাদেশ জনতা পার্টি নামে একটি দল গঠন করে নিবন্ধনের জন্য আবেদন করেন। এখনও তার দল নিবন্ধন পায়নি। এরশাদ সরকারের পতনের পর তিনি প্রতিবার সাধারণ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন। তবে বিজয়ী হতে পারেন নি। একাদশ সাধারণ নির্বাচনেও তিনি ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছিলেন। পারিবারিক সূত্র জানায়, সাতানী মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
×