ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায় সরাসরি সম্প্রচার

প্রকাশিত: ০৬:৩৩, ৪ এপ্রিল ২০১৮

রায় সরাসরি সম্প্রচার

দুর্নীতির দায়ে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক গিউন-হে’র বিচার কাজ টেলিভিশনে সরাসরি দেখানো হবে। সিউলের একটি আদালত মঙ্গলবার এ তথ্য জানায়। এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৩০ বছরের সাজা হতে পারে। আইনজীবীরা তার ৩০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১১ কোটি মার্কিন ডলার জরিমানার আরজি জানিয়েছেন। গত বছরের মার্চে দুর্নীতির দায়ে অভিযুক্ত পার্ক গিউন-হেকে বরখাস্ত করে দেশটির সাংবিধানিক আদালত। -এএফপি হাতি সরাতে ক্রেন সোমবার বিকেলে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মুরসিয়া শহরের এক সড়কে সার্কাসের পাঁচটি হাতি বহনকারী একটি লরি অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় লরি চালকের কিছু না হলেও একটি হাতি ঘটনাস্থলে নিহত এবং দুটি হাতি আহত হয়। পরে সেই নিহত ও আহত হাতিগুলো ক্রেন দিয়ে তুলে সরানোর সময় এর ছবি এবং ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। -টেলিগ্রাফ
×