ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনের পদক্ষেপ বিশ্ব বাজার বিশৃঙ্খল করে তুলবে ॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:০৭, ৪ এপ্রিল ২০১৮

চীনের পদক্ষেপ বিশ্ব বাজার বিশৃঙ্খল করে তুলবে ॥ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে ওয়াইন ও শূকরের মাংসসহ ১২৮ মার্কিন পণ্যে চীনের শুল্ক আরোপের কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস। বেজিংয়ের এ সিদ্ধান্ত ‘বিশ্ব বাজারকে বিশৃঙ্খল’ করে তুলবে বলেও এক বিবৃতিতে অভিযোগ করেছে তারা। খবর বিবিসির যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন অন্যায্য বাণিজ্যিক কর্মকা- থেকে সরে আসতে হোয়াইট হাউস চীনের প্রতি আহ্বান জানিয়েছে। গত মাসের প্রথমদিকে বিদেশ থেকে আমদানি করা স্টিল ও এ্যালুমিনিয়ামের ওপর শুল্কের হার বাড়িয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহের শুরুতে বেজিং ১২৮টি মার্কিন পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথা ঘোষণা করে। ২ এপ্রিল থেকে কার্যকর এই শুল্ক প্রায় তিন শ’ কোটি ডলারের মার্কিন রফতানির ওপর প্রভাব ফেলবে।
×