ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুয়েট সমাবর্তন

রাষ্ট্রপতি খুলনা যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৬:০৪, ৪ এপ্রিল ২০১৮

রাষ্ট্রপতি খুলনা যাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বুধবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আসছেন। বিকেল তিনটায় তিনি কুয়েটের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এ সমাবর্তনে ২৭৯৫ জন স্নাতক ও ২২৮ জন স্নাতকোত্তরকে ডিগ্রী প্রদান করা হবে। একই সঙ্গে স্নাতক পর্যায়ে ভাল ফলাফলের ভিত্তিতে ৩৮ কৃতী গ্রাজুয়েটকে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ দেয়া হবে। কুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর জানান, সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর ও বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখবেন কুয়েটের ভিসি। অনুষ্ঠানে কুয়েটের ডিনবৃন্দ স্ব-স্ব অনুষদের গ্রাজুয়েটদের ডিগ্রী প্রদানের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের কাছে উপস্থাপন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাদের ডিগ্রী প্রদান করবেন। তিনি জানান, সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ২৬৫৭ জন ও বিইউআরপির ১৩৮ জনকে স্নাতক এবং এমএসসির ৬৯ জন, এমএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ১০৩ জন, এমফিল ৪৮ জন ও ৮ জনকে পিএইচডি ডিগ্রীর সদন প্রদান করবেন। একই সঙ্গে স্নাতক পর্যায়ে ভাল ফলাফলের ভিত্তিতে ৩৮ কৃতী গ্রাজুয়েটকে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ দেয়া হবে। কুয়েটের ভিসি বলেন, গত ২৫ মার্চ রাতে ময়মনসিংহের ভালুকায় ভাড়াকৃত অস্থায়ী বাসায় বিস্ফোরণের ঘটনায় কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচ্্মেন্টরত মেধাবী চার শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্র-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই শোকে স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শোকাহত পরিবেশে এই সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এ সমাবর্তনকে ঘিরে পূর্ব পরিকল্পনায় থাকা আলোকসজ্জাসহ কিছু কর্মসূচী পরিহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খেলার মাঠে সমাবর্তনের জন্য মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে। গ্রাজুয়েটসহ প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মংলায় যাচ্ছেন আজ ॥ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বাগেরহাটের মংলাবন্দরে আজ বুধবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুইদিনের সরকারী সফরে আসছেন। বুধবার রাষ্ট্রপতি খুলনা থেকে হেলিকপ্টারযোগে মংলায় পৌঁছে সন্ধ্যা ৭টায় দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন। মংলাবন্দরে রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাহাজযোগে মংলাবন্দর ও বন্দরের চ্যানেল এলাকা পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সফরসূচীর বিষয়টি উল্লেখ করা হয়েছে। মংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান বিএন জানান, দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলার ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ নিয়ে মংলাবন্দরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বুধবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মংলাবন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে বৃক্ষ রোপণ ছাড়াও মংলাবন্দরের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন, অতিথিদের বক্তৃতা শেষে মংলাবন্দরের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন রাষ্ট্রপতি। রাতে রাষ্ট্রপতির সম্মানে দেয়া মংলাবন্দরের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাহাজযোগে মংলাবন্দর ও বন্দরের চ্যানেল এলাকা পরিদর্শন করবেন তিনি। প্রসঙ্গত বিগত সরকার আমলে মংলাবন্দর লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বর্তমানে তা লাভজনক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত। এ বন্দরের উন্নয়নে প্রায় হুই হাজার কোটি টাকা ব্যয়ে বহুমুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ‘ব্যবসাবান্ধব’ বন্দর হিসেবে মংলা এখন বন্দর ব্যবহৃতকারীদের কাছে পরিচিতি লাভ করেছে। দেশী-বিদেশী জাহাজের আগমন সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে।
×