ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয় এ্যাটলেটিকো-ভ্যালেন্সিয়ার

প্রকাশিত: ০৬:৩৯, ৩ এপ্রিল ২০১৮

জয় এ্যাটলেটিকো-ভ্যালেন্সিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় জয়ের স্বাদ পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া এবং মালাগার মতো দলগুলো। রবিবার নিজেদের মাঠে ডিয়েগো সিমিওনের দল ১-০ গোলে পরাজিত করেছে দেপোর্তিভো লা করুনাকে। লেগানেসের বিপক্ষে ভ্যালেন্সিয়ার এবং ভিয়ারিয়ালের বিপক্ষে মালাগার জয়টাও একই ব্যবধানের। রবিবার নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনাকে স্বাগত জানায় এ্যাটলেটিকো মাদ্রিদ। তবে শুরু থেকেই সমানে সমান লড়াই করে দুই দল। কিন্তু ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টিতে গোল করে স্বাগতিক এ্যাটলেটিকো মাদ্রিদকে প্রথম এগিয়ে দেন কেভিন গ্রেমিও। এর পরের সময়টাতে অবশ্য আর কোন গোলের দেখা পায়নি কেউ। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ডিয়েগো সিমেওনির শিষ্যরা। লা করুনার বিপক্ষে এ্যাটলেটিকোর জয়ের ফলে স্প্যানিশ লা লীগায় শীর্ষে থাকা বার্সিলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানটা কমিয়ে এনেছে ডিয়েগো সিমিওনের দল। কেননা, তার একদিন আগেই যে, শক্তিশালী সেভিয়ার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছিল বার্সিলোনা। বার্সিলোনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে সেভিয়া। এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে কাতালান ক্লাবটি। কিন্তু শেষ মুহূর্তে লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসির দুই গোলেই সমতায় ফেরে আর্নেস্তো ভালভার্দের দল। আর তাতেই চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটাও অক্ষুণœ থাকে বার্সিলোনার। তবে এই ম্যাচে সামান্য ইনজুরি নিয়ে খেলেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। বার্সিলোনার কোচ খোদ ভালভার্দেই জানিয়েছেন তা। সেভিয়ার সঙ্গে ড্র করা বার্সিলোনার সংগ্রহে এখন ৩০ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের দখলে ৬৭ পয়েন্ট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সংগ্রহে ৬৩ পয়েন্ট। বার্সিলোনার ড্রয়ের দিনে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা। সেই ম্যাচে রিয়াল ৩-০ গোলে পরাজিত করে লাস পালমাসকে। রামোস-রোনাল্ডোবিহীন মেই ম্যাচে রিয়াল মাদ্রিদের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। আর তাতেই নতুন এক ইতিহাস গড়ে লস ব্ল্যাঙ্কোসরা। গত এক দশকে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে পেনাল্টিতে সর্বোচ্চ গোল করার রেকর্ডটা নিজেদের করে জিনেদিন জিদানের দল। বর্তমানে পেনাল্টিতে করা রিয়াল মাদ্রিদের গোলের সংখ্যা ৭৭টি। এর আগে ৭৫ গোল করে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল বেল-বেনেজেমারা। লাস পালমাসের বিপক্ষে পেনাল্টিতে দুই গোল করে মিলানকে ছাড়িয়ে রেকর্ডটাকে এককভাবেই নিজেদের করে নেয় রিয়াল। পেনাল্টিতে ৬৬ গোল করে যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে যথাক্রমে রোমা এবং প্যারিস সেইন্ট জার্মেই। ৬৫ গোল করে পাঁচে রয়েছে রিয়াল মাদ্রিদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা।
×