ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চার দিনের পাকিস্তান সফর শেষে লন্ডন ফিরে গেলেন মালালা

প্রকাশিত: ০৩:৫৯, ৩ এপ্রিল ২০১৮

চার দিনের পাকিস্তান সফর শেষে লন্ডন ফিরে গেলেন মালালা

পড়াশোনা শেষে স্থায়ীভাবে নিজ দেশে ফিরে শিশুদের শিক্ষার বিকাশে কাজ করবেন জানিয়ে চার দিনের পাকিস্তান সফর শেষে লন্ডনে ফিরে গেলেন শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সোমবার কঠোর নিরাপত্তা বেষ্টনীতে সাঁজোয়া যানের বহর নিয়ে ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে পৌঁছে দেন নিরাপত্তা বাহিনী। এ সময় পিতামাতার সঙ্গে বেশ হাসিখুশি ও উৎফুল্ল অবস্থায় ছিলেন মালালা।- জিও নিউজ ও এপি লন্ডন থেকে পাকিস্তান এসে ইসলামাবাদের যে হোটেলে উঠেছিলেন মালালা খুব ভোরে তা ত্যাগ করেন তিনি। এ সময় পূর্ণ নিরাপত্তাসহ এক সপ্তাহ সামরিক হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করার জন্য পাকিস্তানি কর্মকর্তাদের ধন্যবাদ জানান মালালা। সফরে এসে গত শনিবার পাকিস্তানের সোয়াত উপত্যকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মিংহোরায় নিজ জন্মভূমিতে যান মালালা। পরে এক টুইটে তিনি জানান, এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান। আমার পরিবার ও ঘরে ফিরে আমি অনেক আনন্দ পেয়েছি, বন্ধুদের সঙ্গে দেখা করেছি এবং এই মাটির ওপর আবার আমার পা রেখেছি। গত ২৯ মার্চ পাকিস্তান সরকারের সহযোগিতায় চার দিনের সফরে প্রায় ছয় বছর পর দেশে এসেছিলেন মালালা। সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাত ও নিজ বাড়ি সোয়াতে যেয়ে কিছুটা সময় কাটান। এ সময় তিনি পাকিস্তানের জিও টিভির সাংবাদিক হামিদ মীরের উপস্থাপনায় ক্যাপিটাল টকে অংশ নিয়ে তার লন্ডন বসবাস ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন।
×