ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের ইন্দোরে ভবন ধসে নিহত ১০

প্রকাশিত: ০৪:৩১, ২ এপ্রিল ২০১৮

ভারতের ইন্দোরে  ভবন ধসে  নিহত ১০

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে একটি চারতলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৯টার পর শহরটির জনবহুল সরবাতি বাসস্ট্যান্ডের নিকটবর্তী ওই ভবনটি ধসে পড়ে। ভবন ধসের পর পুলিশ ও দমকলের বড় একটি দল সারারাত ধরে উদ্ধার কাজ চালিয়ে যায়। পুরনো ও জীর্ণ ওই ভবনটিতে আবাসিক হোটেল ও লজ ছিল। এর ধ্বংসস্তূপ থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ইন্দোরের সরকারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর এনডিটিভির। ভবনটির ধ্বংসস্তূপের নিচে দুই থেকে পাঁচ জন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারী কর্মকর্তা। স্থানীয়রা জানিয়েছেন, ৫০ বছরেরও বেশি পুরনো ভগ্নদশার এই ভবনটির উপরের তিনটি তলায় এমএস নামের একটি হোটেল চালু ছিল। হতাহতদের বেশিরভাগই ওই হোটেলটির কর্মী ও অতিথি। ভারি একটি গাড়ি ধাক্কা দেয়ার পর ভবনটি ধসে পড়ে, প্রাথমিক তদন্তে এমন ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
×