ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিবাসীদের হাতছানি দিয়ে ডাকে স্পেনের ক্রীড়া জগত

প্রকাশিত: ০৬:৩১, ৩০ মার্চ ২০১৮

অভিবাসীদের হাতছানি দিয়ে ডাকে স্পেনের ক্রীড়া জগত

করিম ইসা আবদু ও ইভস কেপসি তাহোনাঙ ক্যামেরুন থেকে আফ্রিকা হয়ে হেঁটে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিয়ে স্পেনে পৌঁছেছেন। এক দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্খার আশায় তারা এ পথে নেমেছেন যদিও তাদের এখন প্রতিদিনই জীবনের জন্য সংগ্রাম করতে হচ্ছে। স্পেনে তারা এখন ফুটবল ও রাগবি খেলছে। - এএফপি। করিম ও ইভসই নয় তাদের মতো অনেকে স্পেনে তাদের স্বপ্নকে পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। স্পেনে আসা অভিবাসীদের প্রায় এক চতুর্থাংশ খেলাকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। তবে বিশাল অংশকেই তাদের কাগজপত্র ঠিক করার জন্য দীর্ঘ অনুসন্ধানের সম্মুখীন হতে হচ্ছে। করিম ও ইভস অন্যান্য ভাগ্যবানদের মধ্যে অন্যতম। তারা অনেক কিছুই একে অপরের সঙ্গে এখন শেয়ার করেন। উভয়ের বয়স ২৭ বছর। তারা আফ্রিকা ও ইউরোপের মিলিলা সীমান্ত হয়ে স্পেনে যান। মিলিলা হচ্ছে মরক্কো ও স্পেনের মধ্যকার একটি ছিটমহল। করিম এখন আলমা দ্য আফ্রিকা (হার্ট এ্যান্ড সোল অব আফ্রিকা) দলের ফুটবল খেলোয়াড়। স্পেনের দক্ষিণাঞ্চলীয় জেরেজ দে লা ফ্রন্টিরার আঞ্চলিক দ্বিতীয় বিভাগের দল হচ্ছে আলামা। বেশিরভাগ খেলোয়াড়ই অভিবাসী। ইভ আঞ্চলিক লীগের প্রথম বিভাগের দল রাগবি ক্লাব ভ্যালেন্সিয়ার খেলোয়াড়। তবে তারা পেশাদার নয়। এজন্য তারা খেলার বিনিময়ে কোন অর্থ পান না। তাদের সংগঠনের কর্মীরা সারাক্ষণ ঘিরে থাকে। তারা আইনী ও বাসস্থান সহয়তা পাচ্ছেন। তারা জানান, দলের সদস্য হিসেবে তারা কিছু সুবিধা পাচ্ছেন। অন্যথায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠত। করিম জানান, আলমা ডা আফ্রিকা আমাকে স্থায়িত্ব দিয়েছে। ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় এনগাওআ-ারিতে এক যাযাবর পরিবারে জন্ম নেন করিম। মাত্র দশ বছর বয়সে তিনি তার বন্ধুর সঙ্গে পালিয়ে আসেন।
×