ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্লার্কের শেষকৃত্যে হাজার হাজার শোকার্ত মানুষের ঢল

নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবি, উত্তাল ক্যালিফোর্নিয়া

প্রকাশিত: ০৬:২৯, ৩০ মার্চ ২০১৮

নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবি, উত্তাল ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাক্রামেন্টো শহরে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে নিহত হওয়ায় বৃহস্পতিবার তার শেষকৃত্যে হাজার হাজার শোকসন্তপ্ত মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সাক্রামেন্টোর বে সাইড বস চার্চে স্থানীয় সময় এগারোটায় তার শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে বলে জানা গেছে। এএফপি। নিহত স্টেফান ক্লার্কের (২২) বিদায় অনুষ্ঠানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করবেন মানবাধিকার কর্মী আর শার্পটন। তাই ব্যাপক লোক সমাবেশের উপযোগী বলে বে সাইড চার্চের স্থান বেছে নেয়া হয়েছে। ১৮ মার্চে পুলিশের তাড়া খেয়ে পলায়নরত অবস্থায় তার মৃত্যু হয়। তাকে লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশের সিসি ক্যামেরা ও হেলিকপ্টার ফুটেজে স্টেফানের পলায়নরত দৃশ্য ও গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। পুলিশের ভাষ্য হচ্ছে, তাদের মনে হয়েছিল সে আগ্নেয়াস্ত্র বহন করছে। প্রকৃতপক্ষে তার কাছে একটি আইফোন ছাড়া আর কিছুই ছিল না। নিরীহ এই নিরস্ত্র নাগরিক হত্যার প্রতিবাদে রাজ্য আইনসভা ভবন থেকে শুরু করে রাজধানী সাক্রামেন্টোর সড়ক-মহাসড়কে প্রতিবাদ বিক্ষোভের ঢল নামে এবং পুলিশের সঙ্গে দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে। স্টেফান ক্লার্কের শেষকৃত্যের পর মানবাধিকার কর্মী শার্পটন বিশিষ্ট আইনজীবী বেঞ্জামিন ক্রাম্পকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে মিলিত হওয়ার কথা। ঘটনা সম্পর্কে বলা হয় যে, ৯১১ নাম্বারে ১৮ মার্চ রাতে এক ফোন কলে বলা হয়, এক ব্যক্তি গাড়ির জানালার কাঁচ ভাঙ্গছে। ক্লার্ককে সন্দেহভাজনদের একজন মনে করে পুলিশ তাড়া করে সেই সঙ্গে ইনফ্রারেড সজ্জিত হেলিকপ্টারও তার পিছু নেয়। ক্লার্ক আত্মরক্ষার জন্য দৌড়িয়ে তার বাড়ির আঙ্গিনায় প্রবেশের পরও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রতিটি গুলির দৃশ্য ইনফ্রারেড ক্যামেরায় ধারণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের ছুটিতে পাঠানো হয়েছে কিন্তু এতে আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে পুলিশের ক্ষমতার অপব্যবহারের বিষয়টি নতুন করে সামনে চলে আসল। এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ পুলিশের বর্ণবাদী আচরণের দরুন নিরস্ত্র কালো মানুষ হত্যার জন্য ‘ব্ল্যাক লাইভ্্স ম্যাটার’ নামে এক আন্দোলন দানা বাঁধে। এবারুব্ল্যাক লাইভ্স আন্দোলনকারীরা জোট বেঁধে সাক্রামেন্টোর ডিস্ট্রিক্ট এ্যাটর্নির কাছে দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করে। তাদের শোরগোলে সিটি কাউন্সিলের সদস্যরা ভীত হয়ে পুলিশ বেরিকেডের সাহায্যে সিটি হল ত্যাগ করেন।
×