ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাহিদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ মার্চ ২০১৮

মাহিদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে সিলেট শহরজুড়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সিলেটবাসীরা। বিক্ষোভ কর্মসূচীতে মাহিদ হত্যার বিচারের পাশাপাশি নিরাপদ নগরীর দাবি জানানো হয়। গত রবিবার রাতে ঢাকা যাওয়ার পথে কদমতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন মাহিদ। তিনি শাবির অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী। মাহিদ মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মরহুম আব্দুস সালামের ছেলে। তার বড় বোন আফসানা সালাম শাবির ইংরেজী বিভাগের শিক্ষক। মাহিদের হত্যাকা-ের সুষ্ঠু বিচার ও নিরাপদ সিলেটের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশর্^বর্তী চৌহাট্টা পয়েন্ট অভিমুখে পদযাত্রা করে। দুপুর সাড়ে ১২টার সময় চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচী পালন করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে থাকেন কয়েকজন শিক্ষার্থী, আর তাদের চারপাশে গোল হয়ে বসে-দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন অন্য শিক্ষার্থীরা। তাদের কণ্ঠে নিরাপদ সিলেটের দাবিতে সেøাগানে উত্তাল হয় নগরীর চৌহাট্টা চত্বর। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা পোষণ করে তাদের সঙ্গে যোগ দের বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মুক্তিযোদ্ধা আব্দুল খালিকসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাবি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ, অর্থনীতি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা। সমাবেশ শেষে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় জেলা প্রশাসক নুমেরী জামান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে শাবি শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ ও শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। অন্যদিকে বেলা সাড়ে চারটায় অর্থনীতি এলামনাই এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×