ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদকজয়ীদের নিয়ে পরিকল্পনা নেই!

প্রকাশিত: ০৭:০৬, ২৪ মার্চ ২০১৮

পদকজয়ীদের নিয়ে  পরিকল্পনা নেই!

স্পোর্টস রিপোর্টার ॥ অনুশীলনের জন্য একটি ম্যাট পর্যন্ত নেই। বালির মাঠে অনুশীলন করে যুব গেমসে উশুতে স্বর্ণ জিতেছিলেন সিলেটের চারু-রিজনরা। আসর শেষে তারা আবার ফিরে গেছেন পুরনো ঠিকানায়। কিভাবে এ প্রতিভা কাজে লাগানো যায়- তা নিয়ে নেই কোন পরিকল্পনা। অনুশীলন ইস্যুতে বেকায়দায় খোদ বিওএ। অনেক উদ্দীপনা নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো বাংলাদেশ যুব গেমস। উদ্দেশ্য ছিল দেশের আনাচ-কানাচ থেকে তরুণ প্রতিভাদের খুঁজে বের করা। কিন্তু আয়োজন শেষে তাদের কিভাবে কাজে লাগানো হবে সে পরিকল্পনা ছিল না আয়োজকদের। উশুতে স্বর্ণ জিতে নিজ এলাকা সিলেটে ফিরে আবারও পুরনো সমস্যায় জর্জরিত চারু-রিজনরা। অনুশীলনের জন্য পাচ্ছেন না পর্যাপ্ত সরঞ্জাম-কমপ্লেক্স। বালির মাঠে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতেও পড়ছেন অনেকে। চারু-রিজনদের কি হবে তা নিয়ে বেকায়দায় খোদ এ্যাসোসিয়েশনও। অচিরেই কোন সমাধান হবে সে আশাও দিতে পারছে না।
×