ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাস্ট্রো পরবর্তী সময়ের জন্য তৈরি হচ্ছে কিউবা

প্রকাশিত: ০৫:৫৮, ২২ মার্চ ২০১৮

ক্যাস্ট্রো পরবর্তী সময়ের জন্য তৈরি হচ্ছে কিউবা

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো আগামী মাসে দায়িত্ব থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং অবসান হচ্ছে তার পরিবারের ক্ষমতায় থাকার ছয়টি দশকের। তার উত্তরসূরী এ দ্বীপের জন্য অপরিহার্য অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নসহ বেশ কয়েকটি বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। খবর এএফপির। একটি নতুন আইন পরিষদ গঠনের জন্য কিউবায় রবিবার ভোট অনুষ্ঠিত হয়। এ নতুন ন্যাশনাল এ্যাসেমব্লির সদস্যরা আগামী প্রেসিডেন্ট মনোনয়ন করবেন এবং দায়িত্বের উত্তরণ ঘটবে ১৯ এপ্রিল। রাউল ক্যাস্ট্রো ১৯৫৯ সালের বিপ্লবের সূতিকাগার শান্তিয়াগো ডি কিউবায় রবিবার তার ভোট দেয়ার পর বলেছেন, আমরা দীর্ঘ ও কঠিন পথ অতিক্রম করেছি। ওই বিপ্লবে নেতৃত্বদানকারী তার ভাই ফিদেল ক্যাস্ট্রো রাউল ক্যাস্ট্রোর কাছে ক্ষমতা হস্তান্তরের ১০ বছর পর ২০১৬ সালে মারা যান। রাউলের বয়স এখন ৮৬ বছর। ২০২৯ সালে আগামী কংগ্রেস অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সর্বাত্মক ক্ষমতা সম্পন্নে কমিউনিস্ট পার্টি অব কিউবার প্রধান হিসেবে তিনি বহাল থাকবেন। কিন্তু তার দু’নম্বর মিজুয়েল ডায়াজ-ক্যানেল প্রেসিডেন্ট হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন। ক্যাস্ট্রো পরিবারের বাইরে ৫৭ বছর বয়স্ক ভাইস প্রেসিডেন্ট ডায়াজ-ক্যানেল যথার্থই প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলে তাকে সংস্কার কর্মকা-ে ভারসাম্য রক্ষা করে চলতে হবে এবং ক্যাস্ট্রোবাদ নীতির প্রতি সত্যিকার অবস্থানের সম্মুখীন হতে হবে এবং তিনি হবেন প্রথম কিউবান নেতা যিনি বিপ্লবে অংশগ্রহণ করেননি। ডায়াজ-ক্যানেল রবিবার প্রত্যয়ের সঙ্গে বলেন যে, বিপ্লবের বিজয় মিছিল অব্যাহত থাকবে। কিন্তু রাউল ক্যাস্ট্রোর একজন সাবেক উপদেষ্টা ও কলম্বিয়ায় ক্যালিতে জাভিরিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ পাভেল ভাইড্যাল বলেন, নতুন সরকারের রাজনৈতিক পুঁজি সীমিত। এর প্রতি স্বীকৃতি থাকবে কম এর কোন ঐতিহাসিক বৈধতা থাকবে না। কিউবার নতুন নেতাকে তার পূর্বসূরী পরিকল্পিত সংস্কার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে তার সামনের পথ হবে প্রতিবন্ধকতাপূর্ণ। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টার আমেরিকান-ডায়ালগের প্রেসিডেন্ট মাইকেল শিফটার বলেছেন, আসল প্রশ্ন হচ্ছে, অর্থনীতিতে পরিবর্তন নতুন কিছু আসবে কিনা। অনেক কিউবানদের সঙ্গে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতি বিষয়ে সবচেয়ে জরুরী কাজ হচ্ছে কিউবার দ্বৈত মুদ্রা ব্যবস্থার উচ্ছেদ। বিশেষজ্ঞরা বলেন, রাষ্ট্রীয় খাতে প্রস্তাবিত অনুকূল মুদ্রা বিনিময় হার দুর্বল অর্থনীতিকে খারাপ প্রভাব ফেলছে।
×