ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট দেশের অগ্রযাত্রায় বাধা ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৩, ২২ মার্চ ২০১৮

রোহিঙ্গা সঙ্কট দেশের অগ্রযাত্রায় বাধা ॥ পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা করা এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বুধবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন : সুযোগ, চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ডবস মিলনায়তনে আয়োজিত সংস্থাটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতামালোয়া কতোয়া উতাইকামানু, বিশ্বখাদ্য কর্মসূচীর বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টা রাডার। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান এনডিসি। স্বাগত বক্তব্যে বিসের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান এনডিসি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ প্রাচ্যের সুইজারল্যান্ড হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেদিকেই এগিয়ে যাচ্ছে।
×