ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প চাপাবাজ নেতা ॥ সাবেক সিআইএ প্রধান

মুয়েলারকে বরখাস্ত না করতে ট্রাম্পকে গ্রাহামের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৬:৩৮, ২০ মার্চ ২০১৮

মুয়েলারকে বরখাস্ত না করতে ট্রাম্পকে গ্রাহামের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারকে বরখাস্ত না করার জন্য আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। মুয়েলার এখন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন। ইন্ডিপেন্ডেন্ট, ওয়াশিংটন পোস্ট ও হাফিংটন পোস্ট। ট্রাম্প এফবিআইএর একজন উপ-প্রধানকে অবসর গ্রহণের মাত্র দু’দিন আগে বরখাস্ত করায় সাবেক সিআইএ প্রধান জন ব্রেনান তাকে (ট্রাম্প) একজন অসম্মানিত ‘চাপাবাজ’ নেতা হিসেবে অভিহিত করেছেন। ব্রেনান আরও বলেন, এর মাধ্যমে এই সংস্থার (এফবিআই) সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব প্রশমিত হওয়ার লক্ষণ আরও দূরীভূত হলো। এ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স গত শুক্রবার রাতে এফবিআই ডেপুটি ডিরেক্টর এন্ড্রু ম্যাকাবেকে বরখাস্ত করার প্রাক্কালে বলেন, তাকে চাকরিচ্যুত করা এই কারণে যুক্তিযুক্ত হয়েছে যে, তিনি (ম্যাকাবে) সাংবাদিকদের কাছে তথ্য পাচার করতেন এবং তদন্তকারীদের কাছে তার কর্মকা- সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলেছেন। এর মাধ্যমে তিনি তার তথ্য গোপনের শপথ ভঙ্গ করেছেন। কিন্তু ম্যাকাবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন তাকে বরখাস্ত করার মাধ্যমে এফবিআই সংস্থাটির সুনাম ক্ষুণœ করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের সম্মিলিত প্রয়াসের বাস্তবায়ন ঘটেছে। তিনি আরও বলেন, এটি শুধু আমার দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার উপর অক্ষত বা মিথ্যা কলঙ্ক নয়, বরং সার্বিকভাবে তা এফবিআই, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ও পেশাদার গোয়েন্দা সংস্থাগুলোর ওপর কলঙ্ক চিহ্ন এঁকে দেয়া হলো। ম্যাকাবে বলেন, নির্বাচনে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগাযোগ সংক্রান্ত তথ্য উন্মোচিত হওয়ার মাধ্যমে যখন বড় বড় রুই কাতলার নাম প্রকাশ হতে যাচ্ছে তখনই ট্রাম্প প্রশাসন এফবিআই বিশেষ করে রবার্ট মুলারের তদন্তের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে। এন্ড্রু ম্যাকাবের চাকরি জীবন শেষ হওয়ার মাত্র দু’দিন আগে তাকে বরখাস্ত করে ট্রাম্প তার প্রতি তার জিঘাংসা ও প্রতিহিংসাপরায়ণতার প্রকাশ ঘটালেন। এর মাধ্যমে ম্যাকাবে তার দীর্ঘ চাকরি জীবন শেষে প্রাপ্য পেনসন ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিশ্লেষকদের অভিমত যে, ম্যাকাবে সাবেক এফবিআই প্রধান জেমস কোমির সঙ্গে ট্রাম্পের কথোপকথনের যে বিষয়বস্তু ছিল তা তার স্মারক বইয়ে উল্লেখ করেছেন যার মাধ্যমে প্রমাণ হয়ে যেতে পারে যে ট্রাম্প চলমান তদন্তে বাধা সৃষ্টির জন্যই সাবেক এফবিআই প্রধানকে (জেমস কোমি) বরখাস্ত করেন। এবং এটি প্রমাণিত হলে ট্রাম্পের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। তাই তড়িঘড়ি করে ট্রাম্প ম্যাকাবেকে বরখাস্ত করেই ক্ষান্ত হননি তিনি টুইটারে ম্যাকাবেকে বরখাস্তের দিনটিকে মার্কিন গণতন্ত্রের জন্য স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। কিন্তু তার এই টুইটারের জবাবে সাবেক সিআইএ প্রধান জন ব্রেনান বলেন, যখন আপনার (ট্রাম্পের) অর্থলিপ্সা নৈতিক অধঃপতন ও অসচ্চরিত্রতা এবং রাজনৈতিক দুর্নীতি প্রকাশিত হবে তখন একজন ঘৃণ্য চাপাবাজ লোক হিসেবে আপনি ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। আপনি এই মুহূর্তে এন্ড্রু ম্যাকাবেকে বলির পাঁঠা বানিয়েছেন ঠিকই, কিন্তু আপনি আমেরিকাকে ধ্বংস করতে পারবেন না-বরং আমেরিকাই শেষ পর্যন্ত জয়লাভ করবে। গত কয়েক সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহেন ও হোয়াইট হাউসের গণসংযোগ পরিচালক হোপ হিকসসহ বেশ কয়েকজন বরখাস্ত হওয়ার ধারাবাহিকতায় এফবিআই উপপ্রধান ম্যাকাবের বরখাস্তের পর এবার বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারকে বরখাস্তের আশঙ্কা করা হচ্ছে।
×