ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখনও জঙ্গীরা সক্রিয়

প্রকাশিত: ০৪:১৩, ১৫ মার্চ ২০১৮

এখনও জঙ্গীরা সক্রিয়

লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর সম্প্রতি জঙ্গী কায়দায় হামলা প্রমাণ করল জঙ্গীরা এখনও সক্রিয়। ওরা নতুন কৌশল অবলম্বন করে দেশের মুক্তবুদ্ধিচর্চাকে বাধাগ্রস্ত করতে সংকল্পবদ্ধ। এই জঙ্গীরা কারও না কারও ইন্ধনে এই ভয়াবহ ও ধ্বংসাত্মক লাইনে এসে বর্বরোচিত হামলা করেই যাচ্ছে। দেশের প্রগতিশীল-মুক্তচিন্তার মানবিক ব্যক্তিত্বদেরকে ওরা টার্গেট করে হামলা করছে। আমাদের ইসলাম ধর্মে কারও ওপর হামলা, কাউকে হত্যা করা সমর্থন করে না। তাহলে আজ যারা জঙ্গী খাতায় নাম লিখিয়ে মানুষকে হত্যা করছে তারা মুসলমান তো নয়-ই, বরং তারা পশুর চরিত্রকেও হার মানিয়েছে। মানুষ অথচ এরা মানুষের ওপর হামলা করে এই সভ্য যুগে, তাই বিবেকবান প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে এই হামলাকারী-হত্যাকারীদের বিরুদ্ধে। ১৬ কোটি বাঙালীকে বুঝতে হবে, ‘আজ সবাই এক হয়ে শুধু ভাবুন আর ভাবুন’ সম্মুখে- এদিকে-সেদিকে গোপনে-গোপনে, আড়ালে-আবডালে, হয়ত কাছাকাছি ঠাঁই নিয়েছে জঙ্গী আর জঙ্গী। তাই সবাই সাবধান ও সতর্ক থাকুন- তাহলে জঙ্গীরা আর মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়াতে পারবে না। দেশের মান বাঁচাতে, জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে ১৬ কোটি বাঙালীর ঐক্যবদ্ধতা প্রয়োজন। প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর চারদিকে কঠোর নজরদারি বাড়ানো। এছাড়া জঙ্গী সৃষ্টিতে যারা ইন্ধনদাতা তাদের খুঁজে বের করে এই অপরাধীদের আইনের মুখোমুখি করা হোক। একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা যে জঙ্গী সৃষ্টি ও কানেকশনের সঙ্গে জড়িত তা সবারই জানা। জঙ্গী এলাকা হিসেবে যে স্থানগুলোর খুব দুর্নাম সেই স্থানগুলোতে নিয়মিত চাই সাঁড়াশি অভিযান। আর ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ জারি করতে হবে মসজিদে-মসজিদে, মাদ্রাসায়-মাদ্রাসায়, বিদ্যালয়ে-বিদ্যালয়ে, কলেজে-কলেজে, বিশ্ববিদ্যালয়ে-বিশ্ববিদ্যালয়ে, ওয়াজ মাহফিলে এবং পাড়া-মহল্লায় নিয়মিতভাবে জঙ্গী বিরোধী প্রচারণা চালাতে হবে। জঙ্গী কার্যক্রম যে ইসলাম বিরোধী- এ কথা প্রতিটি মানুষের কাছে তুলে দিতে হবে। প্রচারণা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা শেষ করে যারা বের হবে সেই তরুণদের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থাও থাকা চাই। তাহলে তরুণ সমাজ ভুল পথে পা বাড়াবে না। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে সরকারকেই। আর এভাবেই দেশকে জঙ্গীমুক্ত রাখা সম্ভব হবে। তবে ধর্ম মন্ত্রণালয়কে জঙ্গী প্রচারণা কার্যক্রম অবশ্য অবশ্যই জোড়ালোভাবে চালাতে হবে। পিরোজপুর থেকে
×