ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনসনের মাথায় গুরুতর আঘাত

প্রকাশিত: ০৬:৫৮, ১৪ মার্চ ২০১৮

জনসনের মাথায় গুরুতর আঘাত

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া জাতীয় দলে অপরিহার্য সদস্য হিসেবে খেলেছেন ১০ বছর। তবে ৩৬ বছর বয়সী পেসার মিচেল জনসন এত গুরুতর আঘাত পাননি কখনও। তিন বছর আগে অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে বিগব্যাশসহ বিশ্বের জনপ্রিয় টি২০ লীগে এখনও খেলে যাচ্ছেন। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ আসরে খেলার জন্য অনুশীলন করে যাচ্ছেন। আর এই অনুশীলনেই জিম করার সময় পড়ে গিয়ে মাথায় তীব্র আঘাত পান জনসন। এ জন্য মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে তার। তবে নিজেই জানিযেছেন, আঘাত বড় হলেও আপাতত বেশ ভাল আছেন তিনি। কিছুদিন আগেই বিগব্যাশ টি২০ শেষ করেছেন জনসন। তবে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলবেন না বলে জানিয়ে দেন ৩৬ বছর বয়সী এ পেসার। সামনেই আইপিএল, সে জন্যই কিছুটা বিশ্রাম নিতে চেয়েছিলেন প্রতিযোগি-তামূলক ক্রিকেট থেকে। আর পাশাপাশি আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই অনুশীলনের সময়ই আঘাত পেলেন তিনি। সোমবার জিম করার সময় পড়ে গিয়ে গুরুতর আঘাত পান মাথায়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ১৬টি সেলাই দিতে হয়েছে তার মাথায়। বেশ কিছুদিন ভুগতে হবে তাকে। বেশ রক্তও বেরিয়েছে। আঘাতের কথা নিজেই জানান সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আঘাতের একটি ছবি পোস্ট করে নিজেই জানান, আঘাত বড় হলেও এখন ভাল আছেন। বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘রক্ত এবং কাটাছেঁড়া ভাল না লাগলে ছবিগুলো দেখবেন না। ভাবতে পারিনি এমন কিছু হবে। আমি সুস্থ আছি।’ আইপিএলের এবারের আসরে জনসনকে দেখা যাবে কলকাতা কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে। নিলামে দুই কোটি রুপীর বিনিময়ে তাকে দলভুক্ত করে দলটি।
×