ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী জমি বিক্রির কাগজপত্রে ঘষামাজায় বিপাকে শিনজো আবে

প্রকাশিত: ০৪:১৫, ১৪ মার্চ ২০১৮

সরকারী জমি বিক্রির  কাগজপত্রে ঘষামাজায় বিপাকে শিনজো আবে

বিতর্কিত জমি বিক্রি সংক্রান্ত নথিতে ঘষামাজা করার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও তার অর্থমন্ত্রী তারো আসোর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। জনমত জরিপে অক্টোবরের নির্বাচনের পর তলানিতে নেমে এসেছে আবের জনপ্রিয়তা। এর মধ্যে জমি বিক্রির ওই ১৪ সেট কাগজে ঘষামাজার অভিযোগে অর্থমন্ত্রী তারো আসোকে সোমবারের মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছে দেশটির সংসদের বিরোধীদল। প্রধানমন্ত্রী শিনজো আবে ও তার অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন জমি একটি স্কুলের কাছে বিক্রি করার সময় আবের স্ত্রীর সঙ্গে ওই স্কুলের একজন পরিচালকের গোপন আঁতাত হয়েছিল। আঁতাত সংক্রান্ত এ অভিযোগ করেছেন জমি ক্রয়কারী ওই স্কুলেরই একজন পরিচালক। এতে বলা হয় গোপন আঁতাতের কারণে স্কুলের কাছে বিক্রি হওয়া সরকারী জমিটি বাজারমূল্যের চেয়ে অনেক কম দর হাঁকা হয়। -এএফপি
×