ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের হেনস্থা নিয়ে দিল্লীর কাছে অভিযোগ ইসলামাবাদের

প্রকাশিত: ০৪:২৩, ১৩ মার্চ ২০১৮

কূটনীতিকদের হেনস্থা নিয়ে দিল্লীর কাছে অভিযোগ ইসলামাবাদের

নয়াদিল্লীতে পাক কূটনীতিকদের হেনস্থা করা হচ্ছে অভিযোগ করেছে ইসলামাবাদ। বলা হয়েছে তাদের পরিবারের ওপর নজরদারির মাত্রা এমন পর্যায়ে চলে গিয়েছে যে স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং নয়াদিল্লীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসলামাবাদ বলেছে এই অবস্থা চলতে থাকলে ভারত থেকে পাক কূটনীতিকদের ফিরিয়ে নিতে হবে। আনন্দবাজার পত্রিকা। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে ভিন্ন সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’দেশের তিক্ততা নিঃসন্দেহে ছায়া ফেলছে নয়াদিল্লীর পাক দূতাবাসেও। ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবসে অন্যবারের মতো এ বারেও কট্টর এবং মধ্যমপন্থী হুরিয়ত নেতাদের ডাকা হচ্ছে। বিষয়টি একেবারেই পছন্দ নয় দিল্লীর। ফলে যে স্নায়ুর যুদ্ধ তৈরি হয়েছে, তাতে উত্তেজনার আঁচ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ডেপুটি হাইকমিশনারের ছেলে-মেয়েদের স্কুলে যাওয়ার সময় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
×