ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুতের্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন ॥ ইউএনএইচসিআর প্রধান

প্রকাশিত: ০৪:১৬, ১২ মার্চ ২০১৮

দুতের্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন ॥ ইউএনএইচসিআর  প্রধান

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল হোসাইন। দুতের্তে প্রশাসন জাতিসংঘের তদন্ত কর্মী, ফিলিপিন্সের একজন সাবেক আইনপ্রণেতাসহ চার ক্যাথলিক ধর্মযাজককে সন্ত্রাসী ঘোষণা করায় এমন মন্তব্য করেন জায়েদ। চ্যানেল নিউজ এশিয়া। জায়েদ বলেন, গুরুত্ব সহকারে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। জাতিসংঘের তদন্ত কর্মীকে সন্ত্রাসী ঘোষণার ফিলিপিন্স প্রশাসনের পদক্ষেপ অগ্রহণযোগ্য। এই ধরনের কর্মকা-ের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার সংস্থা অবশ্যই অবস্থান গ্রহণ করবে। এর আগে ম্যানিলার আদালত অন্তত ৬শ’ জনকে সরকার বিরোধী ও সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে তালিকাভুক্ত করে। এদের মধ্যে আছে জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষক ভিক্টোরিয়া টাউলি করপাজের নাম। ফিলিপিন্সের কমিউনিস্ট পার্টি ও নিউ পিপলস আর্মির একজন সদস্য হিসেবে তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
×