ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গার্ল গাইডস্ মাইলস্টোন কলেজ শাখার সাফল্য

প্রকাশিত: ০৬:৪৪, ১১ মার্চ ২০১৮

গার্ল গাইডস্ মাইলস্টোন কলেজ শাখার সাফল্য

গুণগতমানের শিক্ষা প্রদানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে নিজেদের সফল অবস্থানের স্বাক্ষর রাখছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব চিন্তা দিবসের অনুষ্ঠানে নিজেদের সাফল্য দেখাতে সক্ষম হয়েছেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মাইলস্টোন কলেজ শাখা। নিউ বেইলি রোডের গাইড হাউস মিলনায়তনে অনুষ্ঠিত গার্ল গাইডসের নান্দনিক আয়োজনে মাইলস্টোন কলেজ গাইড ইউনিট প্রথম স্থান এবং রেঞ্জার ইউনিট তৃতীয় স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকার করা চারজন গাইড বন্ধু হলেন- সুমাইয়া প্রমা, উম্মে জাহান সিমকী, নাফিসা আলী আফিফা, মুনতাহা রওশন এবং তৃতীয় স্থান অধিকার করা চার রেঞ্জার বন্ধু হলেন- অবনী, কথা, উর্মি ও সোয়েলটি। বিশ্ব চিন্তা দিবসের অনুষ্ঠানে মাইলস্টোন কলেজের হয়ে সাফল্য অর্জন করায় গার্ল গাইডস্ মাইলস্টোন কলেজ শাখার সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম। ক্যাম্পাস প্রতিবেদক
×