ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওগাঁয় আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৫৬, ১১ মার্চ ২০১৮

নওগাঁয় আহত  যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, আত্রাইয়ে ইসলামী জলসাকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে সংঘর্ষে এক যুবক নিহত ও ৭ জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার নওদাপাড়া গ্রামে ‘নওদাপাড়া হামিদিয়া নূরানী হাফেজিয়া মহিলা মাদ্রাসা’ নামে একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসার নতুন ও পুরনো কমিটির মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছুদিন আগে থেকেই বিরোধ চলে আসছিল। শুক্রবার ওই মাদ্রাসায় ইসলামী জলসা অনুষ্ঠানের আয়োজন করে নতুন কমিটি। পুরনো কমিটির কিছু লোকজন এর বিরোধিতা করে সেখানকার ডেকোরেশনের আসবাবপত্র ভাংচুর শুরু করে। এ সময় জলসার পক্ষের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সংঘর্ষে নওদাপাড়া গ্রামের আলাবক্স (৪২), তার ছেলে শাহিন (২৫), কাদিরের ছেলে জাভেদ (৩২), সুরুজ আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (২৪), নজিবর ম-লের ছেলে আবুল ম-ল (৪৫), আবুলের ছেলে শান্ত (১৬), আমজাদের ছেলে জাহিদুল (৩২) সহ ৮ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শাহিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই দিনই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২ টার দিকে শাহিন মারা যায়। এদিকে শাহিনের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে নওদাপাড়া গ্রামে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন বলেন, শাহিন হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আবুল ম-লের স্ত্রী রওশন আরাকে (৩৭) আটক করা হয়েছে। এ ছাড়াও ৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশী নজরদারিতে রাখা হয়েছে।
×