ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিলামে গান্ধীর বিরল ছবি...

প্রকাশিত: ০৪:২২, ১১ মার্চ ২০১৮

নিলামে গান্ধীর বিরল ছবি...

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর বিরল একটি ছবি নিলামে ৪১ হাজার ৮০৬ ডলারে বিক্রি হয়েছে। যে ছবিতে গান্ধীজি শিক্ষাবিদ মদনমোহন মালব্যর সঙ্গে হাঁটছেন। ছবিতে ফাউন্টেন পেন দিয়ে ‘এম কে গান্ধী’ নামটি স্বাক্ষর করা। বিরল এ ছবিটি ১৯৩১ সালের সেপ্টেম্বরে লন্ডনে ভারতের গোলটেবিল বৈঠকের সময়ে তোলা। সে সময় গান্ধী ডান হাতের বুড়ো আঙ্গুলের ব্যথায় ভুগছিলেন যেজন্য বাঁ হাত দিয়ে সব কাজ করতেন। -হিন্দুস্তান টাইমস উড়ন্ত গাড়ি বাজারে! ডাচ কোম্পানি প্যাল-ভি তাদের প্রথম উড়ন্ত গাড়ি বাজারে ছেড়েছে। জেনেভা মোটর শোতে তিন চাকার গাড়ি- হেলিকপ্টার প্রদর্শন করেছে। মাথার ওপর হেলিকপ্টারের মতোই রোটর বা পাখা রয়েছে যা ভাঁজ করে রাখা যায়। পেছনে রয়েছে একটি প্রপেলার। গাড়িটির নাম লিবার্টি। মাটির ওপর চলার সময় এর গতি ঘণ্টায় ৯৯ মাইল। ওড়ার সময় ১১২ মাইল। দাম ব্রিটিশ মুদ্রায় দুই লাখ ৬৮ হাজার পাউন্ড। -বিবিসি
×