ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবাদার পেসে বেসামাল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:২১, ১০ মার্চ ২০১৮

রাবাদার পেসে বেসামাল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ পোর্ট এলিজাবেথে সর্বশেষ খেলা ৫ টেস্টে হারেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। চার জয়ের বিপরীতে একটি ড্র করেছে শুধু। আর সর্বশেষবার অস্ট্রেলিয়াকেও এখানে ২৩১ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবারও সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অসিদের বিপর্যয়ে ফেলেছে স্বাগতিক দল। অথচ দারুণ শুরুতে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল সফরকারী অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুক্রবার প্রথম দিনেই তাদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৪৩ রানে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বিধ্বংসী রূপের কাছেই নতি স্বীকার করেছে অসি ব্যাটসম্যানরা। মধ্যাহ্ন বিরতির পর ঝলসে ওঠা রাবাদা একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। চার টেস্টের সিরিজে প্রথম ম্যাচেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। তাই বেশ উজ্জীবিতই রয়েছে তারা। কিন্তু ডারবান টেস্টে সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার ও প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি ককের মধ্যে হাঙ্গামা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আলোচনার বাইরে চলে যায় ক্রিকেট। তবে শুক্রবার সেসব বিতর্ক পেছনে ফেলে দু’দল মাঠের লড়াইয়ে নেমেছে। উভয় ক্রিকেটারই খেলছেন ম্যাচে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে অসিরা। ক্যামেরন ব্যানক্রফট ও ওয়ার্নার দারুণ শুরু এনে দিয়েছিলেন সফরকারীদের। একেবারে মধ্যাহ্ন বিরতির আগ মুহূর্তে প্রোটিয়াদের প্রথম সাফল্য এনে দেন ভারনন ফিল্যান্ডার। ১ উইকেটে ৯৮ রানে মধ্যাহ্নভোজে তবু সন্তুষ্ট চিত্তেই গেছে অসিরা। ব্যানক্রফট ৯১ বলে ৬ চারে ৩৮ রান করেছিলেন। ওয়ার্নার তখন ফিফটি ছুঁয়ে অপরাজিত। তবে মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা মূলত পেসারদের দাপটে। এই সেশনে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া যার মধ্যে তিনটিই তুলে নেন রাবাদা। ধ্বংসটা উসমান খাজাকে (৫) ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকারে শুরু করে দিয়েছিলেন ফিল্যান্ডারই। এরপর ওয়ার্নারকে সাজঘরে পাঠান লুঙ্গি এনগিডি। ওয়ার্নার ১০০ বলে ৯ চারে ৬৩ রান করেছিলেন। এরপর শুরু হয় রাবাদা ঝড়। তার তোপের মুখে চা বিরতির এক ঘণ্টা আগে ধস নামতে শুরু করে। ভাল খেলতে থাকার পরও বড় স্কোর পেতে ব্যর্থ হয়েছেন স্টিভেন স্মিথ (২৫), শন মার্শ (২৪)। আর ফর্মে থাকা মিচেল মার্শ ফিরে গেছেন মাত্র ৪ রানে। ২৭ ওভারের এই সেশনে ৭২ রান তুলতেই ৫ উইকেট হারায় অসিরা। সেখান থেকে মাথা তুলে দাঁড়ানোর লড়াই একাই চালিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইন। চা বিরতির পর রাবাদার গতির কাছে পরাস্ত হয়ে দ্রুতই সাজঘরে ফিরেছেন প্যাট কামিন্স (০) ও মিচেল স্টার্ক (৮)। এরপর নাথান লিয়ন (১৭) বেশ ভালই সঙ্গ দিচ্ছিলেন পেইনকে। কিন্তু তাকে শিকার করেন এনগিডি। তবে তার কারণেই দুই শ’ রানের স্কোর পেরোতে পেরেছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২৪৩ রানেই শেষ হয় তাদের ইনিংস। পেইন ৩৬ রান করার পর এনগিডির বলে বোল্ড হয়ে যান। রাবাদা ৫টি, এনগিডি ৩টি ও ফিল্যান্ডার ২টি উইকেট নিয়েছেন।
×