ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজকে লন্ডনে লালগালিচা সংবর্ধনা

প্রকাশিত: ০৫:২৯, ৮ মার্চ ২০১৮

সৌদি যুবরাজকে  লন্ডনে লালগালিচা সংবর্ধনা

সৌদি আরবের নতুন যুবরাজ হিসেবে মোহাম্মদ বিন সালমানের প্রথম বিশ্ব সফরে বুধবার তিনি লন্ডনে পেয়েছেন লালগালিচা সংবর্ধনা। সফরের প্রথম দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সৌদি যুবরাজ বাকিংহ্যাম প্যালেসে রানীর সঙ্গে খেয়েছেন দুপুরের খাবার, প্রিন্স অব ওয়েলস আর ডিউক অব কেমব্রিজের সঙ্গে খেয়েছেন রাতের খাবারও। কূটনীতিকরা বলেছেন, বিশ্ব রাজনীতিতে নতুন আসা সৌদি আরবের এই নেপথ্য শাসককে ব্রিটেন সফরে এতটা গুরুত্ব দেয়ার মূল কারণটি হচ্ছে অর্থনৈতিক। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চলতি সফরেই বিভিন্ন খাতে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলারের চুক্তি সই করবে সৌদি আরব ও ব্রিটেন। আর যেসব কারণ আছে তার মধ্যে অন্যতম হলো, ২০৩০ সালের মধ্যে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাজার নির্ভর অর্থনীতি গড়ে তুলতে চাইছেন সৌদি যুবরাজ। এক্ষেত্রে সৌদি আরবের অর্থনীতি ঢেলে সাজাতে বিশাল অবকাঠামোগত উন্নয়নসহ নানা খাতে বিনিয়োগ ও ব্যবসার যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে তার প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখতে চাইছে ব্রিটেন।
×