ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৌতায় ত্রাণবাহী গাড়ি বহর পৌঁছেছে

প্রকাশিত: ০৪:৪২, ৭ মার্চ ২০১৮

গৌতায় ত্রাণবাহী গাড়ি বহর পৌঁছেছে

সিরিয়ার পূর্ব গৌতায় তিন সংস্থার ত্রাণ ভর্তি গাড়ি বহর প্রবেশ করেছে। ২০১৭ সালের ১৫ নবেম্বররের পর এই প্রথমবারের মতো সেখানে ত্রাণবাহী গাড়ি পৌঁছাল। সোমবার জাতিসংঘের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, জাতিসংঘ, সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের ত্রাণবাহী গাড়ি বহর সোমবার দৌমায় প্রবেশ করেছে। শহরটি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ১০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত। তিনি জানান, দলটি ২৭ হাজার ৫শ’ লোকের জন্য প্রয়োজনীয় খাবারের পাশাপাশি চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করছে। রাশিয়া জানিয়েছে, সিরিয়ার পূর্ব গৌতা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছে বিদ্রোহীরা। পূর্ব গৌতার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সিরিয়ার সেনাদের সাঁড়াশি অভিযানের মাঝেই এমন তথ্য দিল রাশিয়া। সোমবার রুশ সেনারা জানায়, মানবিক ত্রাণের বিনিময়ে বিদ্রোহীরা সিরিয়ার অবরুদ্ধ গৌতা থেকে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার অনুমতি দিয়েছে। এর আগে মস্কো ও দামেস্ক সরকার বলেছিল, বেসামরিক নাগরিকদের গৌতা ছাড়ার অনুমতি দিচ্ছে না বিদ্রোহীরা, এমনকি তারা সেখানে কারফিউ জারি করেছে। সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মত প্রস্তাব পাসের পর রাশিয়া পূর্ব গৌতায় প্রতিদিন পাঁচ ঘণ্টা যুদ্ধবিরতি পালন করছে।
×